স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে দিনেশ কার্তিকের পরে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। কিন্তু চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ভারতীয় দলে পাকা জায়গা করে নেন। অধিনায়ক হন। এর ফলে অনিয়মিত হয়ে যান কার্তিক।
পরে দলে ফিরেও খেলেন শুধু ব্যাটার হিসেবে। উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে পারেননি। কোনো ম্যাচে ধোনি বিশ্রাম নিলে বা চোটের জন্য খেলতে না পারলে উইকেট রক্ষার সুযোগ পেতেন। সেই কার্তিক ২০১৯ সালে বাদ পড়ার পর সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
সদ্যঃসমাপ্ত পঞ্চদশ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে এসেছেন দিনেশ কার্তিক। উইকেট রক্ষার পাশাপাশি তার আগ্রাসী ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। বিশেষজ্ঞরাও প্রশংসা করছেন। তুলনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। প্রতিক্রিয়ায় কার্তিক বলছেন, তার থেকে অনেক এগিয়ে ধোনি। ধোনির সঙ্গে তুলনা প্রসঙ্গে কার্তিক বলেন, ‘আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ধোনি সেই বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র। ‘
তিনি আরো বলেন, ‘তুলনাটা আমাকে খুব উৎসাহ দিয়েছে। আমাকে নিয়ে সকলের আগ্রহ বেড়েছে দেখে আনন্দ হচ্ছে। সব সময়ই আমার স্বপ্ন টেস্ট ক্রিকেট খেলা। ঋদ্ধিমান সাহা কিছুদিন দুর্দান্ত খেলেছে। আবার ভারতীয় দলে ফিরতে পেরে ভালো লাগছে। ধোনির প্রসঙ্গ এলেই মনে হয়, আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে সেখানকার সেরা ছাত্র। হ্যাঁ, নতুন যাত্রা শুরু করেছি। নতুন আশার আলো দেখতে পাচ্ছি। কিন্তু ধোনির যাত্রা একদম আলাদা। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।