জুমবাংলা ডেস্ক : মুফতি আমির হামজা আওয়ামী লীগ সরকারের দুঃশাসন নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি মাওলানা মামুনুল হকের কাছে ঋণী। তিন বছর জেলে থাকার সময় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন।” জেলে বন্দী অবস্থায় তার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,
আমি নিজে ও আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম, আমি দেখেছি ওখানে মানুষকে কি ধরনের নির্যাতন করা হয়। “জেলে মানুষকে অনেক নির্যাতন করা হয়, কিছু বন্দি চুল ও নখের মাধ্যমে দেয়ালে মোবাইল নম্বর লিখে রাখতো।”
সোমবার (৬ জানুয়ারি) মাদারীপুরের শিবচরে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন এবং কুরআনের আইনে দেশ পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। ওয়াজ মাহফিলে প্রখ্যাত ধর্মীয় নেতৃবৃন্দসহ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মীয় আলোচনা শুনতে এবং জামাত ইসলামের নেতা বিখ্যাত বক্তা আমির হামজা কে এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।