বিনোদন ডেস্ক : ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবিরের মরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাতে বনানীর বাসা থেকে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এমন খবরের সূত্র ধরে শুক্রবার (৯ জুন) সকাল থেকে বেজায় বিড়ম্বনায় পড়েন অভিনেত্রী সাফা কবির। কারণ, অনেকেই ধারনা করছেন শাহরিয়ার কবিরের মেয়ে অভিনেত্রী সাফা কবির! আবার অনেকে ইচ্ছে করেও এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে সাফা কবিরসহ তার পরিবারের সদস্যরা নানারকমের বিড়ম্বনার শিকার হচ্ছেন। সঙ্গে সাফা ভক্তদের মাঝেও বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে শুক্রবার বেলা ৩টা নাগাদ সাফা কবির বলেন, ‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
তিনি জীবিত ও সুস্থ আছেন জানিয়ে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’
বলা দরকার, সাফা কবির এই সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।