বিনোদন ডেস্ক : আজ ১১ অগাস্ট মুক্তি বহু চর্চিত ছবি ‘লাল সিং চড্ডা’-এর। মুক্তির সপ্তাহখানেক আগেই বিতর্কের মুখে পড়ল আদভেইত চন্দন পরিচালিত ছবিটি। বিতর্কের কেন্দ্রে ছবির নায়ক আমির খান।
ছবির প্রচারের মাঝে হঠাৎই পুরনো একটি সাক্ষাৎকার নিয়ে শুরু হল জলঘোলা। যেখানে আমির বলেছিলেন, দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগের সেই ভিডিওর জেরে ট্যুইটারে রব উঠেছে, ‘বয়কট লাল সিং চড্ডা’। বিপাকে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি বয়কট করার আহ্বান জানানো হলেও আমির তাঁর শিল্পের বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন। তাঁরা নেতিবাচকতা ছড়ানোর জন্য বিদ্বেষীদের নিন্দা করেছেন। অভিনেত্রী বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমির খান এবং লাল সিং চাড্ডার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে। মনে হচ্ছে এই উদ্ভট বাতিল সংস্কৃতির অযৌক্তিকতা সীমাহীন হয়ে উঠছে। প্রথমত, যাঁরা এই বয়কটের দাবি জানাচ্ছেন তাঁরা এখনও সেই সিনেমাটা দেখেননি যে তাঁরা নিষিদ্ধ করতে চান।
এটি শুধুমাত্র ট্রেলার বা পোস্টার দেখে ইতিমধ্যে ধরে নিয়েছে যে লোকেদের এটি বয়কট করা উচিত। এটা হাস্যকর। উদাহরণস্বরূপ, যখন বয়কট ডার্লিংস প্রবণতা শুরু করে তখন ফিল্মটি স্ট্রিমিংও শুরু করেনি। একইভাবে লাল সিং চাড্ডা একা আমির খানের সম্পর্কে নয়। শুনেছি প্রায় ২৭০কোটি টাকা ব্যয় করা হয়েছে ছবিতে।
বছরের পর বছর এক ব্যক্তির জন্য আমরা যদি চলচ্চিত্রটিকে শাস্তি দিই, তবে এমন একটি সময় আসবে যখন কোনও সিনেমা দেখার জন্য অবশিষ্ট থাকবে না,। পায়েল জানান তিনি আমির খান, করিনা কাপুর-অভিনীত সিনেমা বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, সিনেমার ব্যবসা বর্তমানে একটি নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং পায়েল আরও অনুরোধ করেছেন যে এটিকে বেঁচে থাকার জন্য দর্শকদের কাছ থেকে সমস্ত সমর্থন প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।