বিনোদন ডেস্ক : গোপী শেঠ বলেন, অমিতাভ বচ্চন আমার কাছে ভগবানতুল্য। শুধু বড় পর্দায় তার চরিত্রগুলো নয়, তার বাস্তব জীবনও আমাকে অনুপ্রাণিত করে। এ জন্য বাড়িতে তার মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরে ৬০ লাখ রুপি খরচ করে অমিতাভ বচ্চনেরে মূর্তি বসিয়েছে একটি ভারতীয় পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জাননো হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) পরিবারটির সদস্য গোপী শেঠ টুইটারে বিগ বি এর ওই মূর্তি শেয়ার করে লিখেছেন, “আমরা এডিসনে আমাদের নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করেছি। বচ্চনের অনেক ভক্ত মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।”
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এডিসনে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। অমিতাভের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে ৬০০ জন ভারতীয় উপস্থিত ছিলেন। কাচের বক্সে করে রাখা হয়েছিল মূর্তিটি। আলবার্ট জাসানি নামে যুক্তরাষ্ট্রের এক মিনিস্টার আনুষ্ঠানিক ভাবে মূর্তিটির উদ্বোধন করেন। পরে অমিতাভের ছবির গান বাজিয়ে, নেচে-গেয়ে আনন্দ করা হয়।
👆🏻👆🏻On Saturday august 27th we have placed @SrBachchan statue 👆🏻👆🏻👆🏻👆🏻at outside in the front of our new home in edison NJ USA . Lots of Mr Bachchan’s fan’s participated on Mr Bachchan’s staue inoguration ceremony. pic.twitter.com/O3RklFS5eZ
— Gopi EFamily (@GopiSheth) August 28, 2022
গোপী শেঠ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অমিতাভ বচ্চন আমার কাছে ভগবানতুল্য। শুধু বড় পর্দায় তার চরিত্রগুলো নয়, তার বাস্তব জীবনও আমাকে অনুপ্রাণিত করে। তার জনসংযোগ করার পদ্ধতি, ভক্তদের প্রতি স্নেহময় আচরণ, সব কিছুই আমার ভালো লাগে। বলিউডের অন্য তারকাদের থেকে একদম আলাদা। এ জন্য নিজের বাড়িতে অমিতাভের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
১৯৯০ সালে গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান গোপী। প্রায় ৩০ বছর ধরে তিনি অমিতাভ বচ্চনের নামে একটি ওয়েবসাইটও চালান। ওয়েবসাইটে প্রকাশিত সব তথ্য অমিতাভকে জানানো হয়। বাড়িতে অমিতাভের মূর্তি বসানোর বিষয়েও জানানো হয়েছে অমিতাভকে।
অমিতাভ এর প্রতিক্রিয়ায় গোপীকে জানিয়েছেন, তিনি এত সম্মানের যোগ্য নন। তবে, মূর্তি বসানোর বিষয়ে কোনো আপত্তি করেননি বিগ বি।
১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন অমিতাভ বচ্চন। তার বাবা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন।
১৯৬৯ সালে “সাত হিন্দুস্তানি” ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করেন অমিতাভ। দীর্ঘ চলচ্চিত্রজীবনে “আনন্দ”, “গুড্ডি”, “বাবুর্চি”, “জঞ্জির”, “সওদাগর”, “দিওয়ার”, “শোলে”, “দো আনজানে”, “অমর আকবর অ্যান্টনি”, “ডন”, “সুহাগ”, “লাওয়ারিশ”, “সিলসিলা”, “শাহেনশাহ”, “অগ্নিপথ”, “বুম”, “বাগবান”, “ব্ল্যাক”, “সরকার”, “নিঃশব্দ”, “পা”, “অরক্ষণ”, “সত্যাগ্রহ”সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন অমিতাভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।