স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) দায়িত্ব নেয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। এমনই খবর প্রকাশ করেছে ইএসপিএন ব্রাজিল।
সংবাদমাধ্যমটি জানাচ্ছে, চলতি মৌসুমের শেষদিকে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। সেলোসওদের একত্রিত করতে তাকেই বেশি যোগ্য মনে করছে সিবিএফ। তাছাড়া এদের মিলিতাও, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোদের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। সব কিছু ঠিক থাকলে তিনিই হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ।
আনচেত্তির সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করবে ব্রাজিল। তার অধীনে লাতিন আমেরিকার দেশটি খেলবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। তবে দুপক্ষের মধ্যে এখনো বেশ কিছু শর্ত নিয়ে কথা চলছে। ৬৩ বছর বয়সী এ কোচকে রাজি করাতে কাজ করে যাচ্ছেন মাদ্রিদে থাকা ব্রাজিলিয়ান ফুটবলাররা।
যদিও মুন্ডো দেপোর্তিভো বলছে, বিষয়টি অস্বীকার করেছেন আনচেলত্তি। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রিয়ালের সঙ্গে তার চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। তাই চলতি মৌসুমের শেষে তার কোথাও যাওয়ার চিন্তা নেই।
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর ব্রাজিল কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিতে। এরপর থেকেই কোচের সন্ধ্যানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগের সব আসর দেশি কোচদের অধীনে খেলে আসা ব্রাজিল এবার ইউরোপ সেরা কোচদের নিয়ে নামতে চায় মিশন হেক্সার লড়াইয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।