স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে অ্যালেক্স ক্যারির উইকেট শিকারের মধ্য দিয়ে এ কীর্তিটি গড়েন অ্যান্ডারসন।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৩৯৩/৮ রানের স্কোরে। ইংল্যান্ড দল সেই সময় এগিয়ে ছিল ৩৭৯ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১৮ রান করেছিলেন জো রুট। জনি বেয়ারস্টো ৭৮ ও জ্যাক ক্রাউলি ৬১ রানের অবদান রাখেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিয়ন চার ও জোশ হ্যাজলউড নেন দুটি উইকেট।
এর আগে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দল আগে বল করবে। মিচেল স্টার্ককে একাদশ থেকে বাদ দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্কের জায়গায় দলে নেওয়া হয়েছিল জোশ হ্যাজেলউডকে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১৩৪৭ উইকেট শিকার করেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন শিকার করেন ১০০১, জেমস অ্যান্ডারসন ৯৭২ ও অনিল কুম্বলে ৯৫৬ উইকেট।
টেস্টে সবচেয়ে বেশি ৮০০ উইকেট শিকার করেন মুরালিধরন, শেন ওয়ার্ন ৭০৮ উইকেট, জেমস অ্যান্ডারসন ৬৮৬ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।