বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। গুগল Android 16 Update বিটা ১ সংস্করণ প্রকাশ করেছে। বেশ কিছু মডেলের স্মার্টফোনে হালনাগাদ এই অ্যানড্রয়েড আপডেট ইনস্টল করা যাবে।
পৃথিবীর বেশিরভাগে ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যানড্রয়েড। যা গুগলের উদ্ভাবন। অন্যদিকে আইফোন চলে আইওএস সিস্টেমে। যা অ্যাপলের উদ্ভাবন।
টেক জায়ান্ট গুগল ইতিমধ্য়েই তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে নতুন Android 16 সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে ৷ গুগলের মতে, Android 16 Update ভার্সন ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহারের সময়ে পরিবর্তন বুঝতে পারবেন৷
নতুন আপডেটে ভার্সনে অ্যাপ ব্যবহারের আরও সুবিধাজনক ৷ এছাড়াও লাইভ আপডেটের সুবিধা পাওয়া যাবে ৷ পাশাপাশি অত্যাধুনিক পেশাদার ভিডিও ফরম্যাটের সুবিধা থাকবে।
প্রতিবেদনে উল্লেখ করা হল Android 16 Update-এর প্রধান হাইলাইট ফিচারগুলো।
অ্যাপস অ্যাডাপ্টিভিটি :
স্মার্টফোনে থাকা অ্যাপসগুলোর কাজ আরও ভালো হবে আপডেটেডস অ্যানড্রয়েড বিটা ভার্সনে ৷ নতুন অ্যানড্রয়েড ১৬ বিটা ১ এ স্ক্রিন ওরিয়েন্টেশন এবং রিসাইজবিলিটি ফিচারটি সরিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে ব্যবহারকারীরা অ্যাপসগুলোকে ফোল্ডেবল এবং ট্যাবলেটের মতো বড় স্ক্রিনের ডিভাইসেও সঠিকভাবে অপ্টিমাইজ করতে পারে৷
অ্যাপের লাইভ আপডেট :
অ্যানড্রয়েড ১৬ বিটা ১ ভার্সনে ব্যবহারকারীরা রিয়েল-টাইম আপডেট পাবেন। নতুন আপডেটেড ভার্সন ওএস-এ নতুন সিস্টেম যোগ করতে চলেছেন। লাইভ অ্যাক্টিভিটিসের নোটিফিকেশনের পাবেন ব্যবহারকারীরা৷ নতুন আপডেট ব্যবহারকারীদের যেকোনো অ্যাপের রিয়েল-টাইম সম্পর্কে আপটেডেট রাখবে। এছাড়া রিয়েল টাইম মিউজিকও শোনা যাবে। পাশাপাশি বিজ্ঞপ্তি তালিকার স্ট্যাটাসের মাধ্যমে প্রতিটি অ্যাপে সম্পর্কে রিয়েল-টাইম তথ্য পাবেন ব্যবহারকারীরা।
অ্যাডভান্সড প্রফেশনাল ভিডিও ফরম্যাট :
অ্যানড্রয়েড ১৬ নতুন ভিডিও ফরম্যাট (এপিভি)-র সুবিধা দিচ্ছে ৷ এই নতুন আপডেটটি এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করবে। এর ফলে ভিডিওর আরও উন্নত হবে । যারা পেশাদার ভিডিও তৈরি করেন এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করেন তাদের জন্য এই আরডেট বিশেষ সুবিধাজনক৷
নতুন আপডেটের কাজ শুরু হলেও গুগল এখনও অ্যানড্রয়েড ১৬ আপডেটের প্রকাশের তারিখ প্রকাশ করেনি ৷ মনে করা হচ্ছে ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে নতুন অপারেটিং সিস্টেমের আপডেটেড ভার্সন প্রকাশ করা হতে পারে। ব্যবহারকারীরা অ্যানড্রয়েড ১৬-এর বিটা ১ সংস্করণ শুধুমাত্র গুগলের নির্বাচিত কিছু পিক্সেল ফোনে ব্যবহার করতে পারবেন।
Android 16 Update দেওয়া যাবে যেসব ফোনে :
Pixel 6 -Pixel 6 Pro -Pixel 6a -Pixel 7 -Pixel 7 Pro -Pixel 7a -Pixel Fold -Pixel Tablet -Pixel 8 -Pixel 8 Pro -Pixel 8a -Pixel 9 -Pixel 9 Pro -Pixel 9 Pro XL -Pixel 9 Pro Fold
অ্যানড্রয়েড ১৬ বিটা ১ আপডেট কীভাবে ইনস্টল করবেন
Android 16 Update ডাউনলোড করতে, আপনাকে উপরে উল্লিখিত যেকোনও স্মার্টফোনে অ্যানড্রয়েড বিটা প্রোগ্রাম ইনস্টল করতে হবে । প্রসঙ্গত, এই আপডেটগুলো প্রি-রিলিজ সংস্করণ, তাই এতে বাগ থাকার সম্ভাবনা রয়েছে৷ যা ব্যবহারকারীর ফোনের স্বাভাবিক ফাংশনকে ধীর করে দিতে পারে।
Android 16 Update বিটাতে ইনস্টল করার পরে সেটি আনইনস্টল করলে তবে ফোনের সমস্ত ডেটা মুছে যাবে। ফোনের ডেটা ব্যাক আপের সমস্যা হতে পারে ৷ তবে যদি বিটা সংস্করণ ডাউনলোড করতে চাইলে এবং তারপর সেটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই ডেটার ব্যাকআপ নিতে হবে৷ বিটা সংস্করণটি ডাউনলোড করতে নিচে দেওয়া তথ্য অনুসরণ করুন।
স্টেপ ১ :
প্রথমে অ্যানড্রয়েড বেটা ফর পিক্সেল পেজে যেতে হবে
স্টেপ ২ :
স্মার্টফোনটি যদি নতুন ভার্সন সাপোর্ট করে তবে এটি নীল ‘+অপ্ট ইন’ অপশন দেখাবে ৷
স্টেপ ৩ :
আপনাকে অপ্ট-ইন অপশনে ক্লিক করতে হবে
স্টেপ ৪ :
এবার নিয়ম ও শর্তাবলী পপ-আপ উইন্ডো দেখা যাবে
স্টেপ ৫ :
বিটা প্রোগ্রামের শর্তাবলীতে সম্মতি থাকলে পাশের বাক্সে টিক চিহ্ন দিতে হবে
স্টেপ ৬ :
এখন স্ক্রিনে আসা অপশনে ক্লিক করতে হবে
এটা করার পরে, ফোনটিতে বিটা সংস্করণ ইনস্টল হলে পিক্সেল স্মার্টফোনের ওটিএ আপডেট পরিষেবার সাহায্যে সর্বশেষ Android 16 Update বেটা ১ অন্যান্য সংস্করণ ব্যবহার করতে পারবেন ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।