জুমবাংলা ডেস্ক : জামালপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে জাকির হোসেন জেকে (৩৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্ত্রীকে তালাকের সেই ঘোষণা টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিপাকে পড়েছেন তিনি। সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে নেওয়ার পাশাপাশি মোবাইল ফোন বন্ধ করে গাঢাকা দিয়েছেন জাকির।
ঘটনাটি ঘটেছে গত ৫ ডিসেম্বর বিকেলে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রান্ধুনীগাছা গ্রামে।
জাকির হোসেন জেকে ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, জাকির হোসেন জেকে ও শিখা বেগমের ১০ বছর আগে বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে।
বেশ কিছুদিন ধরে সংসারে তাঁদের বনিবনা হচ্ছিল না। ক্ষোভে জাকির স্ত্রী শিখা বেগমকে কয়েকবার মৌখিকভাবে তালাকের ঘোষণা দেন। পরে শিখার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন জাকির। এতেও শিখা বেগম বিয়েবিচ্ছেদ করতে রাজি হননি।
পরে সন্তানদেরে নিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি। এর জেরে গত ৫ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশের মসজিদের মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে স্ত্রীকে তালাকের ঘোষণা প্রচার করেন কয়েকবার। মাইকে ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি জাকির। ওই দিনই মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাকের বিষয়ে একটি ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচার করেন জাকির। মুহূর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়।
এ ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয়রা আরো জানান, মসজিদের মাইক ব্যবহার করে স্ত্রীকে তালাকের ঘোষণা দেওয়ায় স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জাকির তাঁর ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই গাঢাকা দিয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
জাকিরের স্ত্রী শিখা বেগম জানান, বিভিন্ন সময়ে জাকির তাঁকে অসামাজিক কার্যকলাপে জড়াতে বাধ্য করতেন। এতে বাধা দিলে নির্যাতনের শিকার হতে হতো। যে অভিযোগে তাঁকে তালাক দেওয়া হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নির্যাতন সহ্য করেছেন বলে অভিযোগ করেন শিখা বেগম।
শিখা বেগম আরো জানান, তালাকের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ১০ বছর বিয়ে হলেও নির্যাতনের কারণে স্বামীর বাড়িতে টিকতে পারেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।