বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডিসেম্বর মানেই শীতের আমেজে নতুন কিছু এক্সপ্লোর করার মৌসুম। আর এই সময়ে যদি সাথে থাকে হালফ্যাশনের যুগোপযোগী স্মার্টফোন, তবে কেমন হয়? গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজের বছরের শেষ স্মার্টফোন ভিভো ওয়াই২৭এস। চলুন দেখা যাক ভ্রমনপ্রেমীদের এই আনন্দের মৌসুম কতটা উপযোগী হবে ভিভোর এই নতুন স্মার্টফোনটি।
আনন্দভ্রমণের নিরবিচ্ছিন্ন সঙ্গী:
ভিভো ওয়াই২৭এস এর ৪৪ ওয়াটের চার্জার দিয়ে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ করতে সময় নেবে আনুমানিক ১ ঘণ্টার চেয়ে কম সময়। দ্রুত চার্জিং এর পাশাপাশি টানা ব্যবহারেও চার্জ থাকবে দিনভর। তাই হেডফোনে গান শুনতে শুনতে দীর্ঘভ্রমণ হবে আনন্দময়। আর এতে নিরবিচ্ছিন্ন সঙ্গী হবে ভিভো ওয়াই২৭এস।
ভ্রমনে চার্জক্ষয় কমিয়ে চমৎকার পারফরমেন্স পেতে সাহায্য করবে নতুন এই স্মার্টফোনটি। কারণ এতে রয়েছে ৬ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর যা অপ্রয়োজনীয় শক্তিক্ষয় রোধ করবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস১৩।
ভ্রমণের নানা ছোট ছোট মুহূর্তকে রিলস আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান। তুলতে চান হরেক রকম ছবি। এতেও ভিভো ওয়াই২৭এস স্টোরেজ সুবিধা পাবে ব্যবহারকারী। এতে রয়েছে এক্সটেন্ডেড র্যাম টেকনোলজি ৩.০। অর্থাৎ ৮ জিবি র্যামের সাথে সুযোগ থাকছে আরো ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের। পাশাপাশি স্টোরেজ হিসেবে থাকছে ১২৮ জিবি রম। যা বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। তাই দ্রুত রিলস বা ভিডিও এডিট করে বন্ধুদের সাথে শেয়ার করতে লাগবে নামমাত্র সময়। পাশাপাশি ২৫টিরও বেশি অ্যাপ ব্যবহার করার সুযোগ থাকছে এই স্মার্টফোনে।
ফ্যান্টাসি ফ্রেমে ডুয়েল রিং ডিজাইন:
ভিভো ওয়াই২৭এস এর ব্যাক সাইডে থাকছে ফ্যান্টাসি ফ্রেমে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইন। ২.৫ ডি ফ্ল্যাট ফ্রেমের স্মার্টফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্ব ৮.১৭ মিলিমিটার। ব্যালেন্স ওয়েট থাকায় স্মার্টফোনটি এক হাতে ব্যবহার করতে বেশ সুবিধা পাবে ব্যবহারকারী। এর ব্যাকসাইডে আছে ম্যাট সার্ফেসে গ্লিটার এজি । যা হাতের ছাপ বা স্ক্রাচ পড়া থেকে স্মার্টফোনকে সুরক্ষিত রাখবে সবসময়।
৬ দশমিক ৬৪ ইঞ্চি মাল্টি টাচ ক্যাপাসিটিভ এলসিডি ডিসপ্লে থাকবে স্মার্টফোনটিতে । যার রেজুলেশন ২৩৮৮ × ১০৮০ ফুল এইচডি প্লাস এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। ডিসপ্লেটির লোকাল পিক ব্রাইটনেস ৬৫০ নিটস। যা কম আলো হোক কিংবা সরাসরি সানলাইট, ডিসপ্লে দেখা নিয়ে ব্যবহারকারীকে কোনো ঝামেলায় পড়তে হবে না।
৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ছবি বা ভিডিওতে তুলে আনা সবুজ পাহাড় কিংবা নদীর টলটলে পানির রংটাকে দেখা যাবে বেশ চমৎকারভাবে। কারণ এর ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি ৩৯৪ পিপিআই এবং ৯৯ শতাংশ এনটিএসসি কালার স্যাচুরেশন। এমনকি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তোলা সেলফির কালার কোয়ালিটিও হবে নান্দনিক। আরো রয়েছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা সেন্সর।
দাম ও প্রাপ্তিস্থান:
বারগেন্ডি ব্ল্যাক ও গার্ডেন গ্রিন-এই দুই রঙে মিলবে ভিভো ওয়াই২৭এস। দাম ২২,৯৯৯ টাকা। দেশের যেকোনো ভিভোর অথোরাইজড শোরুমগুলোর পাশাপাশি ই স্টোর থেকেও সংগ্রহ করা যাবে স্মার্টফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।