স্পোর্টস ডেস্ক : রাহুল দ্রাবিড় আজ অন্যরকম ‘হাফ সেঞ্চুরি’ উদযাপন করছেন। ৫০-এ পা দিলেন ‘দ্য ওয়াল’ খ্যাত এই সাবেক ভারতীয় ব্যাটার।

১৯৭৩ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম। বর্তমান ভারতীয় দলের কোচ দ্রাবিড় টেস্টে ১৩ হাজারেরও বেশি রান করেছেন। ওডিআইতে তার ব্যাট থেকে এসেছে ১০ হাজারেরও বেশি রান।
রাহুল দ্রাবিড়ই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে চারটি পর পর শতরান করেছেন। তিনি তিনটি শতরান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে এবং একটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করেছেন রাহুল দ্রাবিড়। ১৭৬ ইনিংসে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান করেন দ্রাবিড়। কুমার সঙ্গাকারা টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রান পূর্ণ করেন।
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম অসফল অধিনায়কের নাম রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্বে ২০০৭ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয় ভারত। বাংলাদেশের বিরুদ্ধেও পরাজিত হতে হয়েছিল। গ্রুপের বাধাই টপকাতে পারেনি টিম ইন্ডিয়া।
২০০৯ সালে আউটফিল্ডে ফিল্ডিং করা ফিল্ডার হিসেবে নতুন রেকর্ড গড়েন রাহুল দ্রাবিড়। নিউজিল্যান্ডের টিম ম্যাকিন্টোসের ক্যাচ নিয়ে মার্ক ওয়ার রেকর্ড ভেঙে আউট ফিল্ডার হিসেবে ১৮২ নম্বর ক্যাট নেন দ্রাবিড়। এর আগে ১৮১টি আউট ফিল্ড ক্যাচ টেস্ট ক্রিকেটে ছিল ওয়ার। কেরিয়ারের শেষ পর্যন্ত ২১০টি ক্যাচ তিনি নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



