ভারতের ক্রিকেটে আরেক শচীনের আবির্ভাব

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেটে এখনও শচীন টেন্ডুলকার অবিচ্ছেদ্য এক নাম। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। সবচেয়ে বেশি একশটি সেঞ্চুরিও আছে তার নামের পাশে। ২০১৬ সালে ক্রিকেটকে বিদায় জানালেও এখনো টিকে আছে তার সব কীর্তি। এরইমাঝে ভারতের ক্রিকেটে এলো আরেক শচীন। ইতিমধ্যেই তিনি আলো কেড়েছেন। জায়গা করে নিয়েছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডেও।

আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ছোটদের এই বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের জাতীয় জুনিয়র নির্বাচক কমিটি। উদয় সাহারানের নেতৃত্বে এবার বিশ্বকাপে যাবে ভারত। সহ-অধিনায়ক হয়েছেন সৌমি কুমার পান্ডে। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলেস্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। যেখানে আছেন আলোচিত শচীন ধসও।

জুনিয়র বিশ্বকাপে জায়গা পেয়েছেন তরুণ শচীনও। বেশ কিছুদিন ধরেই ভারতের যুবদলের অবিচ্ছেদ্য অংশ এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার। নতুন এই শচীনের পুরো নাম শচীন সঞ্জয় ধসও। খেলছেন ভারতের যুব ক্রিকেটে। লোয়ার মিডল অর্ডারে দারুণ কার্যকরী এক ব্যাটার তিনি। একইসঙ্গে ডানহাতি অর্থডক্স স্পিনার হিসেবেও নাম কুড়িয়েছেন।

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে ৫৮ রানের মারকুটে ইনিংস খেলেছেন তিনি। নভেম্বরেই ভারতীয় এ’ দলের বিপক্ষে ১৩৫ রানের এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১০৭ রানের দারুণ দুই ইনিংসও খেলেছেন ১৮ বছরের এই তারকা।

এবারের বিশ্বকাপ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। ২০ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। তবে তার আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকা, ভারত ছাড়াও তৃতীয় দল হিসেবে অংশগ্রহণ করবে ইংল্যান্ড।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল:

আরশিন কুলকার্নি, আদর্শ সিংহ, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), আরাভেলি অবনীশ রাও (উইকেটরক্ষক), সৌমি কুমার পান্ডে (সহ-অধিনায়ক), মুরুগান অভিষেক, ইন্নেশ মহাজন (উইকেটরক্ষক), ধানুশ গৌড়া, আরাধ্য শুক্ল, রাজ লিম্বানি এবং নমন তিওয়ারি।

রিজার্ভ: দ্বিগ্বিজয় প্যাটেল, জয়ন্ত গোয়াত, পি ভিগনেশ এবং কিরণ চোরমলে।