রাঙ্গাবালীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

রাঙ্গাবালী প্রতিনিধি : সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা

রবিবার সন্ধায় মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হাসান রাসেলের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি মৌডুবী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন, মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহমুদ হাসান রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টুকু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা আরিফুর রহমান।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাওছার ফরাজি, ইউনিয়ন যুবলীগের সি. সহ-সভাপতি আনিছুর রহমান শওকত, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন , ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি জুয়েল হাওলাদার, সাধারন সম্পাদক বিপ্লব গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু সহ ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।