পাকিস্তানের বিপক্ষে কোহলির সেঞ্চুরির উদযাপন আনুশকার

কোহলি আনুশকা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি। সেঞ্চুরি হোক বা না হোক, তার ব্যাট থেকে রান আসে। গতকাল সোমবার এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কোহলি। ৯৪ বলে ১২২ রানের অপরাজিত সেই ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সহধর্মিণী আনুশকা শর্মা।

কোহলি আনুশকা

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘সুপার নক, সুপার গাই’। ছবিতে দেখা যাচ্ছে, সেঞ্চুরি পর দুই হাত ওপরে তুলে উল্লাস করছেন কোহলি। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল আনুশকার সেই স্টোরি। গত রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বন্ধ হওয়ার সময় ৮ রানে অপরাজিত ছিলেন কোহলি।

সোমবার রিজার্ভ ডেতে ক্যারিয়ারের ৪৭ নম্বর সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। তার সেঞ্চুরির দিনে ভারত জিতেছে ২২৮ রানের রেকর্ড ব্যবধানে।

আনুশকা

ক্রিকেট দুনিয়ায় আলোচিত জুটি কোহলি-আনুশকা। বলিউড-ক্রিকেটের এই জুটি এমনিতেই সব সময় আলোচনায় থাকেন।

‘গদর ২’- এর মতো ছবিও দর্শক দেখছে, প্রশ্ন তুললেন নাসিরুদ্দিন শাহ

দুজনেই নিজেদের সুন্দর সময়গুলোর ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সবচেয়ে বড় কথা, মাঝে দীর্ঘ সময় বিরাট কোহলি বড় ইনিংস খেলতে পারছিলেন না; তখন তার হয়ে ব্যাট ধরেছিলেন আনুশকা। পাশে থেকেছেন বন্ধুর মতো। সেই বিরাট কোহলি এখন ফের দারুণ ফর্মে ফিরেছেন। এমন দিনে আনুশকা কি চুপ থাকতে পারেন?