অ্যাপলের ফোল্ডএবল আইফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় বেশ চর্চা চলছে। ডিভাইসটি বন্ধ অবস্থায় প্রায় ৯.৫ মিমি পুরু হবে, অর্থাৎ প্রতিটি অংশ হবে ৫ মিমিরও কম, যা এখন পর্যন্ত তৈরি হওয়া যেকোনো আইফোনের তুলনায় পাতলা।
প্রতিবেদন অনুযায়ী, ফোল্ডএবল আইফোনে মোট চারটি ক্যামেরা থাকতে পারে—একটি সামনের স্ক্রিনে, একটি ভেতরে এবং দুটি পেছনে। ভাঁজ করা অবস্থায় সামনের দিকে থাকবে ৫-৬ ইঞ্চির টাচস্ক্রিন ও একটি ফ্রন্ট ক্যামেরা। আর ভাঁজ খোলার পর ব্যবহারকারী পাবেন একটি বড় ৮ ইঞ্চির ডিসপ্লে এবং ভেতরের সেলফি ক্যামেরা।
ছবি তোলার জন্য থাকবে একটি হাই রেজোলিউশনের মেইন রিয়ার ক্যামেরা, আরেকটি হতে পারে আল্ট্রা-ওয়াইড অথবা টেলিফটো লেন্স।
টাচ আইডি ও কানেক্টিভিটি
ফোল্ডএবল আইফোনে থাকবে সাইড বাটনে টাচ আইডি সেন্সর, যা সাম্প্রতিক আইফোনগুলোর ফেস আইডি ট্রেন্ড থেকে ভিন্ন। মূলত পাতলা বডির কারণে ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করা সম্ভব হবে না।
কানেক্টিভিটির জন্য থাকবে অ্যাপলের নিজস্ব C2 মডেম, যা দ্রুতগতির নেটওয়ার্ক সুবিধা দেবে। এর আগে আইফোন ১৬ মডেলে ব্যবহৃত হয়েছিল C1 মডেম।
ডিজাইন ও বিশেষত্ব
- বইয়ের মতো খোলা যাবে, ভেতরে বড় ডিসপ্লে।
- প্রথমে আসবে কালো ও সাদা রঙে।
- সিম কার্ড স্লট থাকবে না, ই-সিম ভিত্তিক হবে।
- ২০২৬ সালে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
মূল্য ও প্রাপ্যতা
অ্যাপলের এই ডিভাইসটি হবে প্রথম ফোল্ডএবল আইফোন। তবে জনপ্রিয়তা নির্ভর করবে মূল্যের ওপর। বর্তমানে হাই-এন্ড অ্যান্ড্রয়েড ফোল্ডএবল ফোনের দাম প্রায় ১৮০০ ডলারের ওপরে। তাই অ্যাপলের ডিভাইসের দামও এর কাছাকাছি বা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
ব্লুমবার্গ জানিয়েছে, ২০২৬ সালে ফোল্ডএবল আইফোন বাজারে এলে তার পরের বছর অ্যাপল স্ট্যান্ডার্ড প্রো সিরিজে নিয়ে আসবে সম্পূর্ণ নতুন অল-গ্লাস ডিজাইন। এদিকে এ বছর আসছে আইফোন ১৭ সিরিজ, যা দেখতে অনেকটাই আইফোন ১৬-এর মতো হবে। তবে নতুন আইফোন ১৭ এয়ার হবে সবচেয়ে পাতলা আইফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।