বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৩ সালে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে কম্পিউটিং এর ধারণাই বদলে দিয়েছে অ্যাপল৷ তাদের ভিশন প্রো হেডসেটের সঙ্গে আনা হয়েছে ভিশনওএস। মানে এই হেডসেটের অপারেটিং সিস্টেম বানানো হয়েছে। এই অপারেটিং সিস্টেমের বিশেষত্ব একটু ভিন্ন। কারণ ভিশন প্রো অনেক কিছুই বদলে দিয়েছে। ভিশনওএসের মধ্যে সবচেয়ে মজার বিষয়গুলো কি। চলুন জেনে আসি :
থ্রিডি ইন্টারফেস
ভিশনওএসের সবচেয়ে চমৎকার বিষয় এটি থ্রিডি ইন্টারফেস নিয়ে আসে। অর্থাৎ আপনি যখন ভিশন প্রো ব্যবহার করবেন তখন ডিসপ্লে সাইজের নির্ধারিত সীমানা আর ঝামেলা তৈরি করবে না। উলটো আপনি চারপাশে সমান ও ভালো ভিউ পাবেন। আপনার অ্যাপগুলো ব্যবহারের অভিজ্ঞতা যাচ্ছে বদলে। আপনি অ্যাপ রিসাইজও এখানে করে নিতে পারছেন।
ইনপুটের জন্য কন্ট্রোলার প্রয়োজন নেই
ভিআর/এআর যাই বলুন না কেন, ভিশন প্রো এসব ব্যবহারের অভিজ্ঞতা একেবারে বদলে দিয়েছে। ভিশনওএস অন্তত ভিআরের জন্য কন্ট্রোলার দাবি করে না। আর এই বিষয়টিই ভিশন প্রোকে এগিয়ে রাখছে। আপনি আর দৃষ্টি আর আঙুল দিয়েই ভিশন ওএসের সিস্টেম, সেটিংস এবং অ্যাপের সুবিধা উপভোগ করতে পারবেন। ভার্চুয়াল স্পেসেই বাটন বা সেটিংস এর অপশন আছে। সেখানে তাকিয়েই অনেক কিছু করে ফেলা সম্ভব।
অ্যাপ স্টোরে পরিবর্তন
ভিশন প্রোর অপারেটিং সিস্টেমটিই নতুন এমন ভাবার কারণ নেই। এখানে একদম নতুন ধাচের অ্যাপ স্টোর দেয়া হয়েছে। এ বিষয়টিও দারুণ। ভিশনওএসের সঙ্গে সামঞ্জস্য রেখেই অ্যাপ স্টোর ডিজাইন করা হয়েছে এবং এমন অনেক অ্যাপ ব্যবহারকারীদের জন্য সংযুক্ত করা হয়েছে যা সত্যিই অনেক কাজের।
আইসাইট ফিচার
ভিশন প্রো সময়ের থেকে অনেক এগিয়ে গেছে। তবে ভিশন ওএসের আইসাইট একদম অত্যাধুনিক। এই ফিচারের মাধ্যমে আপনার আশপাশের মানুষের দিকেও আপনি খেয়াল রাখতে পারবেন। অর্থাৎ একেবারেই জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন না।
ফেসটাইম কলে আধুনিকত্ব
ফেসটাইম কলের সময় মুখভঙ্গি বা হাতের ইশারায়ও অনেক কিছু করে ফেলা সম্ভব হবে। তাই অপরপক্ষ যদি ভিশন প্রো ব্যবহার করে সেও আপনায় দেখতে পাবে।
নিরাপত্তায় অপটিক আইডি
ভিশন ওএস নিরাপত্তার দিকেও কোনো কমতি রাখেনি। এই অপারেটিং সিস্টেমে অপটিক আইডি আপনার আইরিস শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করবে।
সিরিও ব্যবহার করতে পারবেন
মজার বিষয়, ভিশনওএসে সিরি ব্যবহার করা যাবে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম হিসেবে এর গুরুত্ব অনেকের কাছেই বেশি। হেডসেট লাগানোর সময় ‘সিরি’ উচ্চারণ করলেই আপনার অ্যাসিস্ট্যান্ট জেগে উঠবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।