শাস্তি কমিয়ে সড়ক আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

জুমবাংলা ডেস্ক : ১২ ধারায় অপরাধের শাস্তি কমিয়ে ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ট্রাফিক সাইন না মানলে আগে ১০ হাজার টাকা জরিমানা করা হতো। এখন সেটা কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়াও অতিরিক্ত ওজন বহন করলে তিন বছরের কারাদণ্ডের পরিবর্তে অনধিক এক বছরের কারাদণ্ড ও অনধিক এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পরিবেশ দূষণকারী মোটরযান চালালে আগে তিন মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা ছিল। এখন সেটায় এক মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকার জরিমানার করা হবে।