স্পোর্টস ডেস্ক : ইউরোজয়ী ইতালিকে হারিয়ে ‘ফিনালিসিমা’ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা। টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকা দলটি এস্তোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে আছে ২-০ ব্যবধানে। দুটি গোলই করেছেন লিওনেল মেসি।
ম্যাচের আট মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি।
এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে পাপু গোমেজের বাড়ানো পাসে বাম পায়ের মাপা শটে জাল খুঁজে নেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি।
দি মারিয়া, মার্তিনেজদের বিশ্রামে রাখলেও তরুণ দল নিয়ে স্পেনের এল সাদর স্টেডিয়ামে শুরুর ৪৫ মিনিটে আক্রমণাত্মক কৌশলে খেলেছে আর্জেন্টিনা। প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দেশ।
এই আর্জেন্টিনা যেন হারতেই ভুলে গেছে। ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর প্রায় তিন বছর ধরে অপরাজিত মেসিবাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।