স্পোর্টস ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সকল দেশে আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (২৯ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এই উৎসবকে সামনে রেখে বাংলাদেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বার্তায় এই শুভেচ্ছা জানায় আলবিসেলেস্তেরা। পেজটিতে লিওনেল মেসি, ডি পল ও ডি মারিয়ার একটি ছবি পোস্ট করা হয়। যেখানে মেসিদের হাস্যজ্জল দেখা যাচ্ছে।
ছবির মধ্যে লেখা, বাংলাদেশের সকল বন্ধুকে ঈদ মোবারক। এছাড়া ছবির ক্যাপশনে লেখা রয়েছে, বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সাথে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্তের।
উল্লেখ্য, নীল–সাদা জার্সির আর্জেন্টিনা মানেই বাংলাদেশের মানুষের কাছে ম্যারাডোনা-মেসিরা। বিশেষ করে কাতার বিশ্বকাপের সময় লাতিন আমেরিকার দেশটির প্রতি ১৭ হাজার কিলোমিটারের দূর থাকা বাংলাদেশের মানুষের ভালোবাসা আর উন্মাদনা দেখেছে গোটা বিশ্ব।
আর্জেন্টিনার প্রতিটি মানুষও জানে তাদের প্রতি এই দেশের মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কথা। কাতারে বসা বিশ্বকাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতে মেসিরা।
https://twitter.com/Argentina/status/1674039952328327174?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1674039952328327174%7Ctwgr%5E0a1a19c2f67f50da74bffaf17862a4859986488c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.daily-bangladesh.com%2Fsports%2F401010
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।