প্যারাগুয়েকে ৬ গোল দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৬ জুলাই) আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছে প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ দলকে। লিওনেল আন্দ্রেস মেসি কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে রীতমতো প্যারাগুয়েকে উড়িয়েই দিয়েছে আর্জেন্টিনার যুবারা। আর্জেন্টিনার হয়ে সমান দুইটি করে গোল করেন দিয়েগো ফ্লেইটেস এবং হুয়ান ভিল্লোর্দো।

প্যারাগুয়ের যুবাদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করে নিজেদের প্রথম গোল আদায় করে নেয় তারা। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন দিয়েগো ফ্লেইটেস।

দ্বিতীয়ার্ধেও প্যারাগুয়ের বিপক্ষে দাপট ধরে রাখে আর্জেন্টিনার যুবারা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার হয়ে গোল করেন সান্তিনিও ভিওলাজ, ফিলিপ এসকুইভিল এবং হুয়ান ভিল্লোর্দো।

উল্লেখ্য, প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনার যুবারা।