স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছে আর্জেন্টিনা। পুরো আসর জুড়ে আর্জেন্টাইনদের সমর্থন করে বাংলাদেশি সমর্থকরা লে আলবিসেলেস্তেদের ভালোবাসা অর্জন করে নিয়েছেন। তাই মরুর বুকে বিশ্বকাপ জয়ের পর থেকেই লিওনেল মেসিরা বাংলাদেশে আসতে মুখিয়ে আছেন।
আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে আনার জন্য উঠেপড়ে লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার ফলপ্রসূতে বেশ কয়েকবার মেসিদের দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছে বাফুফে। ইতিবাচক সাড়া থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি তারা।
তবে আর্জেন্টিনার ডবল আমারিল্লার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। আগামী জুনে ফিফার উইন্ডোতে ঢাকায় আসবে মেসিরা। এরপর জুন মাসের ১২ থেকে ২০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পারে আর্জেন্টিনা।
২০২৩ সালের খেলার সময় সূচির পরিকল্পনা করছে আর্জেন্টিনা। নতুন বছরে দেশটির জাতীয় দল কোথায় কোথায় খেলবে সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে আলোচনা করেছে তারা। আলোচনা মোতাবেক চলতি বছরের জুনের ১২ থেকে ২০ তারিখের মধ্যে লিওনেল মেসিদের বাংলাদেশ পাঠাতে চাইছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।