স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে সোমবার ফিফার লাইসেন্সধারী ‘ওয়ার্ল্ড ইলেভেন’-এর প্রেসিডেন্ট গুইলারমো টফোনির সঙ্গে বাংলাদেশি আমেরিকান আতিকুর রহমানের নেতৃত্বাধীন ‘গ্লোবাল সিক্স’ কোম্পানির একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
এই চুক্তি সইয়ের পর গুইলারমো টফোনি বলেন, ‘লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল টিম শুধু ঢাকায় ফ্রেন্ডলি ম্যাচের জন্যেই যাবে না, একই সঙ্গে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ বছর বয়েসী ফুটবল টিমকে প্রশিক্ষণের ক্যাম্পও করা হবে।
তিনি আরোও বলেন, আর্জেন্টিনা এবং বাংলাদেশের ফুটবল খেলোয়াড় বিনিময়ের ব্যবস্থাও করা হবে। বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে (ক্রিকেটের মতো) নিতে সবধরনের সহযোগিতার লক্ষ্যে ঢাকায় একটি ট্রেনিং একাডেমি স্থাপনের কথাও ভাবছি।’
টফোনি বলেন, ‘আমরা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ-অনুভূতিকে সম্মান জানিয়ে ফুটবলের উৎকর্ষ সাধনে অঙ্গীকারাবদ্ধ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।