ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : চলমান নারী ফুটবল বিশ্বকাপে শুরুটা মোটেই ভালো হয়নি আর্জেন্টিনার। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোলে ইতালির কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে আর্জেন্টাইন নারী দল।

তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৮ জুলাই) ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় ভোর ৬টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে আকাশি-নীল শিবিরের নারীরা।

নারী বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় নক-আউট পর্ব নিশ্চিত করতে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাদের। অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান দলটিও হেরেছে, তাই তাদেরও লক্ষ্য থাকবে লে আলবিসেলেস্তেদের রুখে দিয়ে পয়েন্ট বাগিয়ে নেওয়ার।

এর আগে, নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে শুরুর দিকে রক্ষণভাগে জোর দিয়ে খেলা আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক নির্ভর খেলে বেশ ভালোই লড়াই জমিয়ে তুলেছিল। কিন্তু ম্যাচের শেষ দিকে ৮৭তম মিনিটে ইতালির ক্রিস্টিনা জিরেল্লির গোলে হার মানতে হয় তাদের। আর এতে ১-০ গোলের পরাজয় দিয়েই তাদের বিশ্বকাপ মিশন শুরু হয়।