স্পোর্টস ডেস্ক: আগামী ১ জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি। এদিকে, বহুল কাঙ্ক্ষিত ম্যাচটির জন্য চমক রেখেই ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মেসির আর্জেন্টিনা।
ইতালির হয়ে খেলার গুঞ্জন ছিল আর্জেন্টিনার ফুটবলার মার্কোস সেনেসির। এমনকী ইতালি কোচ রবার্তো মানচিনিও তাকে স্কোয়াডে বিবেচনা করছেন বলে শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত নিজ দেশের হয়েই মাঠে নামছেন। বর্তমানে ডাচ ক্লাবে খেলা এই ডিফেন্ডার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার স্কোয়াডে।
পাশাপাশি লিওনেল স্ক্যালোনির প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন চোটে জর্জরিত ক্রিস্টিয়ান রোমেরোও। এক প্রতিবেদনে জানা গেছে, টটেনহ্যাম হটস্পারের হয়ে বাকি মৌসুমে আর খেলা হচ্ছে না তার। তবে জাতীয় দল তার ওপর এখনো ভরসা রাখছে।
অন্যদিকে, পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও চোট থেকে সেরে উঠার প্রক্রিয়ায় রয়েছেন। আর্জেন্টিনার স্কোয়াডে আছেন এই ফুটবলারও।
৩৫ জনের আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার
গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফিয়েনুর্দ), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস ট্যাগলিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নেহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)।
মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিংগুয়েজ (বলোগনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজিকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)।
ফরোয়ার্ড
লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্র পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস এলারিও (বেয়ার লেভারকুসেন), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।