স্পোর্টস ডেস্ক: ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের আনন্দ এখনও শেষ হয়ে যায়নি। এরইমধ্যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। স্পেনের এল সাদার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
মহাদেশীয় লড়াইয়ে বাজিমাত করে বেশ ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা দল। অন্যদিকে এস্তোনিয়াও তেমন শক্তিশালী দল নয়। এসব বিবেচনায় এনে আসন্ন ম্যাচটিতে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বেশিরভাগ খেলোয়াড়দের বিশ্রাম দিলেও অধিনায়ক এবং দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন লিওনেল স্ক্যালোনি। সেই সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে খেলাতে চান আর্জেন্টিনার হেড কোচ।
সবশেষ ম্যাচে পাওয়া হাঁটুর চোটের কারণে এস্তোনিয়ার বিপক্ষে খেলতে পারবেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা তারকার পরিবর্তে ফ্রাঙ্কো আরমানির একাদশে থাকার সম্ভাবনা বেশি। সবমিলিয়ে নয় পরিবর্তন নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন স্ক্যালোনি।
এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: ফ্রাঙ্কো আরমানি, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজ্জেলা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জোয়াকিন কোররেয়া, নিকোলাস গঞ্জালেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।