স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবলে রেকর্ড গড়ে আগমনী বার্তা দিলেন মাতেও আপোলোনিয়ো। দেশটির সাবেক তারকা ফুটবলার সের্হিও আগুয়েরোকে টপকে সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার প্রথম শ্রেণির ফুটবল লিগে অভিষেকের রেকর্ড গড়েছেন এই কিশোর।
গত বৃহস্পতিবার দিপোর্তিভো রিয়েস্ত্রার হয়ে ১৪ বছর ২৯ দিন বয়সে মাঠে নামেন আপোলোনিয়ো। ২০০৩ সালের ৫ জুলাই ইন্দিপেয়েন্তের হয়ে ১৫ বছর ৩৩ দিন বয়সে অভিষেক হয়েছিল আগুয়েরোর। অর্থাৎ তার চেয়ে এক বছর কম বয়সেই অভিষেক হলো আপোলোনিয়োর।
কোপা আর্জেন্টিনার ১৬তম রাউন্ডে নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচের ৮৪তম মিনিটে মাঠে নামেন আপোলোনিয়ো। দিনটা তাই রঙিন হয়নি তার।
তবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলেই জানান এই মিডফিল্ডার। ম্যাচ শুরুর আগে ক্লাবটির অফিসিয়াল এক্স পেজে প্রকাশিত একটি ভিডিওতে নিজের অনুভূতির কথা জানান আপোলোনিয়ো।
‘আমি তখন আমার বেড রুমে ছিলাম। হঠাৎ মায়ের কল পেলাম, ওপাশ থেকে কান্না জড়ানো কণ্ঠে বাবা বলছিলেন তুমি প্রথম শ্রেণির স্কোয়াডে ডাক পেয়েছ।‘
‘এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। এটা আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।