স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের আইপিএলকে সারাজীবন মনে রাখবেন অর্জুন টেন্ডুলকার। কেননা তরুণ এই পেসার এ বছর মুম্বাই ইন্ডিয়ান্সের আসরটিতে অভিষেক করেন। যদিও ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার পুত্রের অভিষেকটা মিশ্র হয়েছে। তিনি ৪ ম্যাচে ৩টি উইকেট পেয়েছেন, রান দিয়েছেন ৯৪।
বর্তমানে ২৩ বছর বয়সী এই তারকা দেওদর ট্রফিতে সাউথ জোনের হয়ে খেলছেন। তবে ইদানিং মাঠের বাইরেও চমক দেখাচ্ছেন অর্জুন। তিনি নিজের ফিটনেস নিয়ে বেশ কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার প্রোফাইলে পোস্ট করা ছবিতে এসব পরিস্কার দেখা যাচ্ছে।
সম্প্রতি এই মাধ্যমটিতে অর্জুন একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিতে তার শরীরে সিক্স-প্যাক স্পষ্ট দেখা যাচ্ছে। এর আগে সিক্স-প্যাকে বিরাট কোহলি, লোকেশ রাহুল ও শুভমান গিলকে দেখা গেছে। এবার অর্জুনও তাদের পথেই হাঁটলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।