এবার ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের গুঞ্জন!

Obaidul Kader

জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর এবার গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

Obaidul Kader

সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ওই খবরে একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে বলা হয়- মঙ্গলবার যশোর থেকে গ্রেপ্তার করা হয় ওবায়দুল কাদেরকে।

খবর অনুযায়ী- দায়িত্বশীল এক কর্মকর্তার ভাষ্য, ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

যদিও এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর একদিন আগেই (৪ আগস্ট) দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের।