জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় জহির উদ্দিন বাবর (৫৬) নামে এক হাজতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৬ জুলাই) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি।
হাজিতকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আল আমিন জানান, আজ সকালে কারাগারে হাজতি বাবর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যারের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।