সরাসরি কোয়ালিফাই করতে আফগানদের যত রানে আটকাতে হবে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৬ বল ও ৫ উইকেটের পরাজয়ে হোঁচট খায় বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের কল্যাণে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে ৩৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সাকিব বাহিনী।

তবে এই সংগ্রহ পেলেও স্বস্তি পাচ্ছে না টাইগাররা। কারণ, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুপার ফোর নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমনকি শুধু ম্যাচে জিতলেই হবে না টাইগারদের, মেলাতে হবে নানা সমীকরণও।

যদিও ব্যাট হাতে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করানোয় সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে টাইগাররা। আফগানিস্তানকে যদি ২৭৯ রানের মধ্যে আটকাতে পারে বাংলাদেশ, তাহলে সরাসরি সুপার ফোর নিশ্চিত করবে বাংলাদেশ দল।

তখন ৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে না। কিন্তু যদি আফগানিস্তান ম্যাচ জিতে যায় কিংবা ২৭৯ রান ক্রস করে ফেলে, তাহলে সুপার ফোরের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলাদেশের দেওয়া ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কিছুটা চাপে পড়েছে আফগানিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম উইকেট হারিয়ে ফেলেছে তারা। ১৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান। ইব্রাহিম জাদরান ৪০ ও রহমত শাহ ৩০ রানে ব্যাট করছেন।