সোহাগ হাওলাদার, আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ার রূপায়ন মাঠ এলাকার মো. শরিফের ঝুট গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ইউনিট তলব করা হয়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ৪ টি ইউনিটের ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ারসার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ডিইউজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এদিকে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের সাথে অসদাচরণ করে উশৃংখল বেশ কয়েকজন ব্যাক্তি। তাদের ছবি ও ভিডিও নিতে বাঁধা প্রদান করে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।