এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার পথে বাংলাদেশ

এশিয়ার সেরা ফিল্ডিং দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সিরিজ খেলতে নেমেই বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড ক্রিকেট দল।

এশিয়ার সেরা ফিল্ডিং দল

ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফিল্ডিং করেছে বাংলাদেশ। যা পুরো সিরিজেই চোখে পরার মতো ছিল। তাইতো সিরিজ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমাদের টার্গেট এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়া।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমাদের সবচেয়ে বড় উন্নয়নটা হয়েছে ফিল্ডিংয়ে। এটা সবার চোখেই পড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা দেখলেই যে কেউ বুঝতে পারবে।

সিরিজ জেতায় সাকিবদের জন্য বড় পুরস্কার ঘোষণা

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ইংল্যান্ড এত ভালো দল, আমরা এই টি-টোয়েন্টি সিরিজে তাদের চেয়েও ভালো ফিল্ডিং করেছি। এই সিরিজে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো ফিল্ডিংয়ে দারুণ উন্নতি। যেটা আমরা সব সময় করতে চাই। আমাদের টিমের পরিকল্পনা আছে এশিয়ার সেরা ফিল্ডিং সাইড হওয়া। আমরা সেই জায়গা পৌঁছাতে খুব বেশি দূরে নেই।