স্পোর্টস ডেস্ক : অনেক আশা নিয়ে এশিয়া কাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের সেরা দল নিয়েও সুপার ফোরের গণ্ডি পার হতে পারেনি সাকিব আল হাসানরা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে টাইগাররা। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে আটে অবস্থান করেছে লাল-সবুজের দল।
এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আর এতেই দীর্ঘদিন ধরে র্যাঙ্কিংয়ে সাত নম্বর পজিশনে থাকা সাকিবরা নেমে গেছেন নিচে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।
অন্যদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও এসেছে পরিবর্তন। এক ধাক্কায় তিনে নেমে গেছে পাকিস্তান। শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া। ১৪ সেপ্টেম্বর আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে অজিরা।
তালিকার দুইয়ে অবস্থান করেছে ভারত। ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। আর সুপার ফোরে টানা দুই হারের প্রভাব পড়েছে বাবর আজমদের র্যাঙ্কিংয়ে।
ক্যামেরার সামনেই বদলে ফেললেন পোশাক, অঞ্জলী আরোরার বেডরুমের ভিডিও ভাইরাল
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ফলেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। মাঠে নামার আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল তারা। হারের পর তিন পয়েন্ট খুইয়ে ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছে বাবরের দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।