স্পোর্টস ডেস্ক : আগামী বছর থেকে চালু হতে যাচ্ছে এশিয়ান নারী চ্যাম্পিয়ন্স লিগ। রোববার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ২০২৪ সালের আগস্টে শুরু হবে প্রাথমিক পর্ব। ১২টি দল নিয়ে গ্রুপ পর্ব শুরু হবে অক্টোবরে।
সিডনিতে নারী বিশ্বকাপের ফাইনাল শুরুর কয়েক ঘন্টা আগে এএফসির নারী ফুটবল কমিটির এক বৈঠকের পর ঘোষণা দেয়া হয়েছে। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মার্চে।
একই বছর মে মাসে টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। যদিও এই তারিখগুলো একেবারেই চূড়ান্ত নয় বলে জানিয়েছে এএফসি।
এএফসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম চারটি আসরে অংশগ্রহণ করবে ১২টি দল। চারটি করে দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপপর্বে অংশ নিবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল এবং সেরা তৃতীয় স্থানধারী দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল।
প্রতিটি সদস্য দেশ থেকে একটি করে দল ২০২৪-২৫ থেকে ২০২৭-২৮ মৌসুমে ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে।
এখনো নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি নির্ধারণ করা হয়নি। তবে গত সপ্তাহে এএফসি ঘোষণা দিয়েছে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি তিনগুণ বাড়িয়ে ২০২৪-২৫ মৌসুম থেকে ১২ মিলিয়ন মার্কিন ডলার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।