সিলেটে আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম, নাম রাখা হলো ‘বন্যা’

Bonna

জুমবাংলা ডেস্ক : বন্যার পানিতে ভাসছে সিলেট। বিপদে হাজারো মানুষ। ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। তেমনই এক আশ্রয়কেন্দ্রে জন্ম হলো এক কন্যাশিশুর। বন্যার মধ্যে জন্ম নেওয়ায় তার নাম রাখা হলো ‘বন্যা’।

Bonna

শুক্রবার জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুটির জন্ম হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় এক নারী এই বিদ্যালয়েই আশ্রয় নিয়েছিলেন। সেখানেই জন্ম দেন কন্যাসন্তানের।

এই সুখবর শুনে উপহার নিয়ে সদ্যজাত শিশুটিকে দেখতে বড়উদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম । এ সময় আশ্রয়কেন্দ্রের লোকজন তাকে শিশুটির একটি নাম রেখে দেওয়ার অনুরোধ জানান। এরপর ইউএনও শিশুটির নাম রাখেন ‘বন্যা’।

ইউএনও কাজী শামীম বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারীও রয়েছেন। আশ্রয়কেন্দ্রেই ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। এটা আমাদের জন্য আবেগের বিষয় হয়ে ওঠে।’

তিনি জানান, ‘আমরা জেলা প্রশাসনের তরফ থেকে নতুন অতিথির জন্য উপহারসামগ্রী নিয়ে গিয়েছিলাম। তখন সবার অনুরোধে নবজাতকের একটি সুন্দর নাম রেখে দিয়েছি, ‘আশফিয়া জান্নাত বন্যা’।

রিলিজ হলো সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

ইউএনও আরও বলেন, ‘মা ও শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। তাদের ফ্লোর থেকে শুকনো জায়গায় তোলা হয়েছে। শিশুটির জন্য বালিশ, কম্বল, জামা-কাপড় সবই কিনে দেওয়া হয়েছে। মা ও শিশুটির প্রতি খেয়াল রাখতে স্থানীয় চেয়ারম্যানকেও নির্দেশনা দেওয়া হয়েছে।’