সাইফুল ইসলাম : মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতাকে ‘বহিরাগত’ ও ‘রোহিঙ্গা’ আখ্যা দিয়ে প্রতিহত করার হুমকি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার ভাতিজি জামাই জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে তিনি আতার মনোনয়নপত্র বাতিলের ঘটনাকে কেন্দ্র করে আফরোজা খানম রিতার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।

গত ১২ জানুয়ারি রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আতাউর রহমান আতার মনোনয়ন বৈধ ঘোষণার পর এক কনটেন্ট ক্রিয়েটরকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন জাহাঙ্গীর হোসেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।
ভিডিওতে জাহাঙ্গীর হোসেনকে বলতে শোনা যায়, মানিকগঞ্জ-৩ আসনের ‘বহিরাগত’ আফরোজা খানম রিতা তাঁর একক আধিপত্য ব্যবহার করে আতাউর রহমান আতার মনোনয়ন বাতিল করিয়েছিলেন। একপর্যায়ে তিনি বলেন, “কোন বহিরাগত, কোন রোহিঙ্গার জায়গা মানিকগঞ্জে হবে না।”
তবে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দিয়েছিলেন মানিকগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। এটি ছিল সম্পূর্ণ প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার অংশ।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং গ্রহণ বা বাতিলের একমাত্র ক্ষমতা রিটার্নিং কর্মকর্তার। ফলে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে অন্য কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করানোর সুযোগ নেই।
এ ছাড়া মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে, যা আতাউর রহমান আতা ব্যবহার করেছেন। পরবর্তীতে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করে। এ প্রেক্ষাপটে আফরোজা খানম রিতাকে মনোনয়ন বাতিলের জন্য দায়ী করা আইনগতভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার সমর্থকদের অভিযোগ, প্রকাশ্যে এ ধরনের বক্তব্য সরাসরি হুমকির শামিল, যা ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে পারে। একই সঙ্গে একজন নারী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ আখ্যা দেওয়া অসদাচরণ, মানহানিকর ও ঘৃণাত্মক বক্তব্য। তাঁদের দাবি, এ ধরনের মন্তব্য নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করে সহিংসতা উসকে দেওয়ার আশঙ্কা তৈরি করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


