খেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে তৃতীয় হার দেখা রিয়াল মাদ্রিদ নেমেছিল আতালান্তার মাঠে। ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে কঠিন পরীক্ষা দিতে হবে জানতো তারা। এই আসরে অপরাজিত থাকা দুই দলের একটি ছিল আতালান্তা, খেয়েছে মাত্র একটি গোল। সেই দলটির বিপক্ষে লড়াই করে জিতলো মাদ্রিদ ক্লাব।
আতালান্তাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে বহুল প্রতিক্ষীত জয় পেলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার তারা ইতালিয়ান ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে। টানা দুই ম্যাচ হারের পর তারা জিতেছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের গোলে।
নতুন চ্যাম্পিয়নস লিগে সিরি আর শীর্ষ দলকে প্রথম হারের স্বাদ দিলো মাদ্রিদ। দশম মিনিটে বক্সের মধ্যে থেকে এমবাপ্পের শট তাদেরকে এগিয়ে দেয়। ফরাসি ফরোয়ার্ড পরে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।
পেছন থেকে সিড কোলাসিনাচকে অরেলিয়েন শুয়োমেনি টেনে ধরলে পেনাল্টি পায় আতালান্তা। চার্লস ডি কেটেলায়ের সুযোগটা কাজে লাগিয়ে বিরতির ঠিক আগে সমতা ফেরান।
৫৬তম মিনিটে ভিনিসিয়ুস অতিথিদের আবার লিড এনে দেন। তিন মিনিট পর বেলিংহ্যাম কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ান। কিন্তু ৬৫তম মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে আতালান্তা দ্বিতীয় গোল করলে ম্যাচে উত্তেজনা ফেরে। শেষ পর্যন্ত রিয়াল কিপার থিবো কোর্তোয়া দারুণ কিছু সেভে রিয়ালকে বাঁচান।
দুই ম্যাচ হাতে রেখে ৩৬ দলের টেবিলে ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রিয়াল। শেষ ষোলোতে সরাসরি জায়গা পেতে শীর্ষ আটে থাকতে হবে, সেই জায়গা থেকে তিন পয়েন্ট পেছনে তারা। ছয় ম্যাচে প্রথম হারে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আতালান্তা।
মাদ্রিদে শুরুটা ভালো না হওয়ায় সমালোচিত এমবাপ্পে এদিন আতালান্তা কিপার মার্কো কারনেসেচ্চির কঠিন পরীক্ষা নেন। একাধিক সেভে ফরাসি তারকার প্রচেষ্টা রুখে দিলেও একসময় হার মানতে হয়েছে। ব্রাহিম দিয়াজের পাস ধরে বল পায়ে নিয়ে এক ডিফেন্ডারকে হারিয়ে বক্সের মধ্যে ঢুকে জাল কাঁপান এমবাপ্পে।
৩৫তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। পেশির ইনজুরিতে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। মাঠে তার জায়গা নেন রদ্রিগো।
৩৯তম মিনিটে আন্তোনিও রুদিগার খুব কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করলে ব্যবধান বাড়েনি রিয়ালের। ডি কেটেলায়েরে রকেট গতির কোনাকুনি শটে সমতা ফেরান। বিরতির পর আতালান্তা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। কিন্তু ভিনিসিয়ুসকে তারা গোল উপহার দেয়।
বেলিংহ্যাম কয়েক মিনিট পর স্কোর ৩-১ করলেও লুকম্যান বক্সের প্রান্ত থেকে নিচু স্ট্রাইকে জাল কাঁপালে ম্যাচে উত্তেজনা ফেরে। কোর্তোয়া দারুণ সেভে রাউল বেলানোভা, মাতেও রেতেগুই, মাতেও রুগেরি ও লাজার সামারজিচকে ঠেকিয়ে জয় নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।