আটকের পর হ্যান্ডকাপসহ পালিয়ে গেলেন যুবলীগ নেতা

Nata

জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় যুবলীগ নেতা সাইকুল ইসলামকে আটকের পর পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন।

Nata

গতকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তের চান্দের বাজারে ঘটনা ঘটে।

সাইকুল ইসলাম উপজেলার সীমান্তগ্রাম শিলডুয়ার গ্রামের বাসিন্দা ও সদ্য অব্যাহতি প্রাপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ্জত আলীর ছেলে।

বিশ্বম্ভরপুর থানার এসআই নবী হোসেন জানান, আমিসহ চার থেকে পাঁচ পুলিশ সদস্য সাইকুলকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে আসতে চাইলে তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে বাধা সৃষ্টি করলে ৩-৪ শত লোকজনের সাথে আমরা পেরে উঠিনি। এ সময় সাইকুল হ্যান্ডকাপ পরিহিত অবস্থাতেই পালিয়ে যায়।

মহিলা লীগ কর্মী রুপাকে আটকের সময় যা পাওয়া গেল

বিশ্বম্ভরপুর থানার ওসি কাওছার আলম জানিয়েছেন এই বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।