আঁটসাঁট পোশাক পরে হট লুকে মোনালিসা, ভাইরাল ছবি

মোনালিসা

বিনোদন ডেস্ক : অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে।

মোনালিসা

বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য।

অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

কয়েকদিন আগে নিজের নতুন ওয়েব সিরিজ ‘হাসরাতিন’এর প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। সেখানেই অভিনেত্রীকে একেবারে বোল্ড, ওয়েস্টার্ন লুকে দেখা গিয়েছে। কালো ডিপ নেক লাইন কাটিং, ব্যাকলেস, টাইট ফিটিংস পোশাকে এদিন দেখা মিলেছিল অভিনেত্রীর। খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন অভিনেত্রী। মানানসই সাদা হাই হিলও পরেছিলেন তিনি।

বিয়ের ১৬ দিনের মাথায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল ইবি শিক্ষার্থীর

এদিন এই লুকে একাধিক পোজে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন মোনালিসা। সম্প্রতি নিজের সেই লুকই শেয়ার করে চর্চার আলোয় অভিনেত্রী। নিজের এই ছবিগুলি দেরিতে শেয়ার করে নেওয়ার জন্য, ক্ষমাও চেয়ে নিয়েছেন নিজের অনুরাগীদের কাছ থেকে। পাশাপাশি তিনি আশা করছেন উল্লেখ্য সিরিজে পূর্বি অর্থাৎ তার চরিত্র পছন্দ হবে সকলেরই। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ‘হাসরাতিন’। ‘হাঙ্গামা প্লে’তেই দেখা যাবে অভিনেত্রীর এই নতুন সিরিজ।