জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে আত্মগোপনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ অধিকাংশ কাউন্সিলর। এতে বিপাকে পড়েছেন জাহাঙ্গীরের মা বর্তমান মেয়র জায়েদা খাতুন।
সূত্রে জানা যায়, জায়েদা খাতুন মেয়র হলেও সব কার্যক্রম পরিচালনা করতেন ছেলে জাহাঙ্গীর আলমের মাধ্যমে। গত ৫ আগস্ট জাহাঙ্গীর আত্মগোপনে যাওয়ার পর থেকে নগর ভবনে আসেননি তিনি। এছাড়া, সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা ঠিকমতো অফিস করেন না। ফলে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা ব্যহত হচ্ছে।
বুধবার (১৪ আগস্ট) সরেজমিনে গাজীপুর সিটি কর্পোরেশনে গিয়ে দেখা যায়, ছুটিতে দেশের বাহিরে রয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা-প্রকৌশলীসহ কয়েকজন। দুর্নীতিগ্রস্ত অনেক কর্মকর্তা আসছেন না অফিসে। এছাড়া, অধিকাংশ দপ্তরের কর্মকর্তারা ছিলেন অনুপস্থিত। নেই কোনো শৃঙ্খলা। যে যার মতো আসছেন, বের হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম কোথায় আছেন জানি না। সিটি কর্পোরেশন তার নির্দেশনা মোতাবেক চলে। এখন তিনি না থাকায় মেয়র মহোদয় কীভাবে সব সামলাবেন। জাহাঙ্গীর আলম ছাড়া সিটি কর্পোরেশন তার (বর্তমান মেয়র) পক্ষে চালানো অনেকটা অসম্ভব।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আব্দুল হান্নান বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা দেশের বাহিরে আছেন। তার অবর্তমানে রুটিন দায়িত্বগুলো আমি দেখছি।
কর্মকর্তাদের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জরুরি প্রয়োজনে বাহিরে যেতে পারেন। এ বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হবে।
মেয়র নগর ভবনে না আসার বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান বলেন, তিনি নগর ভবনে না আসলেও ফিল্ডে কাজ করছেন। গত মঙ্গলবার টঙ্গী ও পূবাইল সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই গাজীপুর থেকে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়ার জন্য নেতাকর্মী নিয়ে রওনা দেন জাহাঙ্গীর আলম। উত্তরা হাউজ বিল্ডিং এলাকা পার হওয়ার সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা তার গাড়িবহর গতিরোধ করে। এ সময় জাহাঙ্গীর আলমের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আন্দোলনকারীদের ছোঁড়া ইট-পাটকেলে মাথা ফেটে যায় জাহাঙ্গীর আলমের। পরে চিকিৎসার জন্য দেশের বাহিরে যান তিনি। ৩ আগস্ট চিকিৎসা শেষে দেশে ফেরেন। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর আলম।
সূত্র : রাইজিংবিডি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।