অস্ট্রেলিয়াকে শুভেচ্ছায় ভাসিয়ে যা লিখলেন পাকিস্তানের ক্রিকেটাররা

অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক : ভারতকে কাঁদিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটের বড় জয় পায় অজিরা। শিরোপা জিতে অভিনন্দনের জোয়ার বইছে দলটির প্রতি। প্যাট কামিন্সদের শুভেচ্ছাবন্যায় ভাসিয়েছেন সেমিফাইনালে উঠতে ব্যর্থ পাকিস্তানের ক্রিকেটাররাও।

অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লিখেন, ‘অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কী দুর্ধর্ষ পারফরম্যান্স!’

এক্স-এ পেসার শাহীন আফ্রিদি লিখেছেন, ‘বিশ্বকাপ শিরোপা জেতায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনেক অভিনন্দন। নিশ্চিতভাবেই দিনের (ফাইনালের) সেরা দল।’ ভারতের জন্য সহমর্মিতা দেখিয়ে তিনি আরও লেখেন, ‘ভারতের দুর্ভাগ্য কিন্তু দলটি পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে।’

দলটির উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান লিখেছেন, ‘পুরো টুর্নামেন্টে ভারত যেভাবে খেলেছে সেটি চোখ জুড়ানো কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়া আসল খেলা দেখিয়েছে। ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন অস্ট্রেলিয়া।’

এবারের বিশ্বকাপে বল হাতে প্রভাব রাখতে পারেননি অলরাউন্ডার শাদাব খান। এক্স-এ তিনি লিখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। দারুণ দক্ষতায় ট্রাভিস হেডের বিশেষ একটি ইনিংস।’

বাবর-শাহীনদের শুভেচ্ছাবার্তা নিরপেক্ষ মনে হলেও হারিস রউফ মনে হয় অস্ট্রেলিয়ার জয়ে একটু বেশিই খুশি হয়েছেন। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুইটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘আজ হলুদের দিন।’ সঙ্গে একটি লাভ ইমোজিও ছিল।

বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্নার দারুন রেসিপি

পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কাঙ্খিত জয়। ভারত পুরো ২০২৩ বিশ্বকাপজুড়ে দারুণ খেলেছে কিন্তু আমি সবসময়ই বলে এসেছি, চাপের মুখে অস্ট্রেলিয়া দল সবচেয়ে ভালো খেলে। আজ বিশ্বকাপ ফাইনালে তারা আরও একবার সেটি প্রমাণ করল।’