স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত দুবার অস্ট্রেলিয়া সফর করেছে। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে সিরিজ হলেও ২০০৮ সালে ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলে না বাংলাদেশ।
বাংলাদেশকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন এমন কথা।
এক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হকলি বলেন, ‘বাংলাদেশ আমাদের এফটিপির পরবর্তী চক্রের অংশে নিশ্চিতভাবেই আছে এবং আমরা বাংলাদেশকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছি।’ আইসিসির বর্তমান এফটিপি অনুযায়ী, ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় ২টি টেস্ট খেলার কথা বাংলাদেশের। এই মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) দল।
সম্প্রতি প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সেই সফর নিয়ে হকলি বলেন, ‘এ বছর হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আমাদের নারী দলের দারুণ একটি সফর গেছে। নারী দল যে আতিথেয়তা পেয়েছে, সেটির প্রশংসা করি আমরা।’
আফগানিস্তানের সঙ্গে এর আগে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আফগানিস্তান।
হকলি বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান বদলায়নি।
হকলি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ান সরকারসহ সব অংশীদারের সঙ্গে কথা বলে মানবাধিকারবিষয়ক কারণে শেষ কয়েকটি সিরিজ স্থগিত করেছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, নিয়মিত আলোচনা হয়। আমরা চাই পুরুষ ও নারীদের জন্য বিশ্বব্যাপী ক্রিকেটের উৎকর্ষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।