আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া ৭০ মিলিয়ন উয়ন অর্থাৎ ৫৯ হাজার ৪৬২ ডলার জরিমানা করেছে বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট লি জে ইয়ংকে। সিউলের কেন্দ্রীয় কোর্ট এ জরিমানা ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি । ইয়োনহাপের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিকবার প্রপোফল সিডেটিভ অ্যানেসথেশিয়ার মাধ্যমে গ্রহণ করেছেন লি জে ইয়ং। তবে এজন্য সিউলের আইন অনুযায়ী ওই ওষুধের সাথে জড়িত প্রশানসনকেও দায়ী করা হচ্ছে। ঘুষ ও দুর্নীতির দায়ে এর আগে ২০১৭ সালে লি জে ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তারপর পাঁচ বছর কারাদণ্ডের পর গেলো আগস্ট মাসে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয় স্যামসাংয়ের ভাইস…
Author: জুমবাংলা নিউজ ডেস্ক
জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে। আজ নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ধারনকৃত বক্তব্য প্রদর্শন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বক্তব্য রাখেন। স্পিকার ড. শিরীন…
জুমবাংলা ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি…
স্পোর্টস ডেস্ক: ডিয়েগো ম্যারাডোনা ছিলেন দুই দলের জন্যই কিংবদন্তি। যদিও বার্সায় তার শেষটা ভালো হয়নি। তবুও ম্যারাডোনার মতো ফুটবলারের পায়ের চিহ্ন পড়েছে, ভাবতে নিশ্চয়ই ভালো লাগে কাতালান ক্লাবটির সমর্থকদের। আর আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স তো সারাজীবনই ছিল ম্যারাডোনার হৃদয়ে। এবার এই দুই ক্লাব মুখোমুখি হচ্ছে একে অপরের। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বোকা জুনিয়রস ও বার্সেলোনা ম্যাচটির নাম হবে ম্যারাডোনা কাপ। বলার অপেক্ষা রাখে না, ম্যাচটি হবে প্রয়াত কিংবদন্তির স্মরণেই। গত বছরের ২৫ নভেম্বর পরপাড়ে পাড়ি জমান তিনি। চলতি বছরের ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের মারসোল পার্ক স্টেডিয়ামে হবে ম্যারাডোনা কাপ। মাঠে বসে খেলা দেখতে পারবেন পঁচিশ হাজার সমর্থক। ১৯৮১-৮২ মৌসুমে…
জুমবাংলা ডেস্ক: গতরাত ১২টায় শেষ হয়েছে সাগর ও নদ-নদীতে ইলিশ মাছ ধরার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আজ মঙ্গলবারের শুরুতে গভীর রাত থেকেই জেলেরা ট্রলার নিয়ে ছুেটছেন সাগরে। নেমেছেন নদীতে। ২২ দিন অলস সময় কাটানোর পর বরগুনার জেলেপাড়াগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলে-পাইকার-আড়তদারের পদচারণা হাঁকডাকে মুখর হয়ে উঠবে বরগুনা উপকূলের মৎস্যবন্দরের আড়তগুলো। নিষেধাজ্ঞার শেষ দিনগুলোতে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। দীর্ঘদিন বঙ্গোপসাগর ও নদ-নদীতে মাছ আহরণ বন্ধ থাকায় এখন বেশি মাছ পাবেন বলে আশাবাদী জেলেরা। অনেক জেলেই মঙ্গলবার দুপুরে সাগরে যাত্রা শুরু করবেন। তারা জানান সরকারের আইনের প্রতি সম্মান রেখে ইলিশ শিকারে যাইনি। এ বিরতিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে নিষেধাজ্ঞার…
জুমবাংলা ডেস্ক: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় বগুড়া বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজে হাত ধোয়ার কৌশল প্রদর্শনের উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন “আমাদের হাত আমাদের ভবিষ্যৎ- চলো এক সাঙ্গে এগিয়ে চলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে হাত ধোয়ার কৌশল প্রদর্শণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ছোট বেলা থেকে হাত ধোয়া সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। । এতে শিশু, কিশোরসহ সকল বয়সের মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে। শুধু হাত ধুলেই চলবে না। হাত ধোয়ার কৌশল সম্পর্কে জানতে হবে। অনুষ্টানে বিয়াম…
জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলার কালাই উপজেলা সোনালী ব্যাংক এলাকা হতে গতকাল সন্ধায় পুলিশ জেলা জামায়াতের আমীর ও সেক্রেটরীসহ ৪ জামায়াত নেতাকে আটক করেছে । কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, আটকরা জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ (৫৮), জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া (৪৩) এবং কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর মুনছুর রহমান এবং সাবেক নায়েবে আমীর নুরুজ্জামান সরকার (৬০)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কালাই উপজেলার আব্দুস সামাদ তালুকদার মার্কেটের সোনালী ব্যাংক শাখা অফিসের নিচে স্থানীয় জামায়াতের সক্রিয় কর্মী মোজাফ্ফরের দোকান ঘরে সন্ত্রাসসহ নাশকতার পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে সেখানে…
স্পোর্টস ডেস্ক: একদিকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে। অন্যদিকে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) নিজেদের দল ভারির চেষ্টা চালাচ্ছে। এবার ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিজেদের আয়োজিত নেশন্স লিগে খেলার আমন্ত্রণ জানিয়েছে তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা সভাপতি আলেক্সন্ডার কেফেরিন শিগগিরই এই দুই দলকে নেশন্স লিগে খেলার ব্যাপারে প্রস্তাব দেবেন। কেবল ব্রাজিল কিংবা আর্জেন্টিনাই নয়, অন্যান্য মহাদেশের দলগুলোকেও এই লিগে খেলার আমন্ত্রণ জানাবে উয়েফা। এই টুর্নামেন্টকে বৈশ্বিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজের সঙ্গে মিলিয়েই এমন ভাবনা এসেছে উয়েফার, মার্কা বলছে এমনটি। ইতোমধ্যেই কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন…
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ৯ জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ। এ সময়ে ১ জন মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম জেলার করোনা পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৯ জনের মধ্যে শহরের বাসিন্দা ৬ জন এবং দুই উপজেলার উপজেলার ৩ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ১৭২ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩ হাজার ৯৩৮…
জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলায় আজ কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের করোনা ভাইরাস সংক্রমণ এড়িয়ে বিদ্যালয়ে গমন ও নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। ্এতে বক্তারা বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সম্পর্কে অধিক সচেতনতা প্রয়োজন। কালেক্টরেট বালিকা বিদ্যালয়ে আজ মঙ্গলবার সকালে ওই সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক। সভাপতিত্ব করেন কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহাবুব উল আলম।…
স্পোর্টস ডেস্ক: রবিবার রাতে শেষ হয়েছে ভারত-পাকিস্তানের মাঠের লড়াই। যেখানে পাকিস্তান হেসে খেলেই শক্তিশালী ভারতকে পরাজিত করেছে। কিন্তু গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই ম্যাচ নিয়ে কথার যুদ্ধে মেতেছিলেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। দুবাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ফেসবুকে হরভজন সিংকে খুঁজছিলেন শোয়েব আখতার। নিজের দল জেতার কারণে শোয়েব হালকা খোঁচাও দিয়েছিলেন হরভজনকে। বলেছিলেন, ‘হরভজন তুমি কোথায়?’ মূলতঃ ভারত-পাকিস্তান ম্যাচের কয়েকদিন আগে ভারতীয় সাবেক অফস্পিনারের দেওয়া ‘ওয়াকওভার খোঁচা’র জবাবই পাকিস্তান জয়ের পর ফিরিয়ে দিয়েছিলেন সাবেক পাকিস্তানি স্পিডস্টার। বলেছিলেন, ‘ভাজ্জি (হরভজন সিং) ওয়াকওভার লাগবে নাকি এবার?’ হরভজন অবশ্য আর বিতর্কে জড়ানোকে শ্রেয় মনে করলেন না। উল্টো শোয়েব…
স্পোর্টস ডেস্ক: মানসিক অবসাদ ও ইনজুরির কারণে গেল সাড়ে চার মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। অবশেষে মাঠে ফিরছেন স্টোকস। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী অ্যাশেজ দিয়ে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন স্টোকস। সম্প্রতি অ্যাশেজ সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। সেই দলে না থাকলেও পরকর্তীতে স্টোকসকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। মাঠে ফেরার ব্যাপারে স্টোকস বলেন, ‘আমার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেয়রর জন্য আমার একটি বিরতি দরকার ছিল। পাশাপাশি আমার আঙ্গুল ঠিক হবার অপেক্ষার ছিলাম। আমি আমার সঙ্গীদের দেখার এবং তাদের সঙ্গে মাঠে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছি।’ ইংল্যান্ড এন্ড…
জুমবাংলা ডেস্ক: ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। ইলিশের প্রধান প্রজনন মৌসম ৪ অক্টোবর থেকে আজ ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকার পর রাত ১২টা ১ মিনিট থেকে ইলিশ শিকার শুরু হবে। তাই নদীতে যাওয়ার জন্য জেলার প্রায় ৩ লাখ জেলে শেষ সময়ে জাল বুনন, ট্রলার মেরামত ও পুরাতন জাল রিপু করতে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ২২ দিনের অলস সময় পার শেষে নিষেধাজ্ঞার শেষ হওয়ায় আনন্দিত জেলে পল্লীর জেলেরা । যদিও ইলিশের মৌসুম শেষ হয়েছে। তারপরেও গত কয়েকবছর শীতের সময় প্রচুর ইলিশ ধরা পড়ায় এবার আগ্রহ অনেক বেড়ে গেছে জেলেদের। অন্যদিকে জেলার…
জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের কেরালা রাজ্যে বন্যা ও ভূমিধসে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করকে পাঠানো এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থ্যতা কামনা করেছেন। ড. মোমেন প্রার্থনা করেন যে, এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা এই অপূরণীয় দু:খ-কষ্ট সহ্য করার শক্তি পাবেন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রবিবার উত্তর কোরিয়াকে “পাল্টা” ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহবান জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে ওয়াশিংটনের সংলাপের আহবানে পিয়ংইয়ং ইতিবাচক সাড়া দেবে। গত মঙ্গলবার উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালেস্টিক মিশাইল (এসএলবিএম) নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর এই আহবান জানানো হয়। ওয়াশিংটনে জাপানের দূতের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম তার সমপক্ষীয় দক্ষিণ কোরীয় প্রতিনিধি কিউ ডিউকের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবারের উৎক্ষেপণকে “উস্কানিমূলক” আখ্যা দিয়ে তিনি পিয়ংইয়ংকে “উদ্বেগজনক এবং প্রতিকূল” ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহবান জানান। কিম বলেন, “আমরা আশা করি উত্তর কোরিয়া আমাদের আহবানে সাড়া দেবে।” উত্তর কোরিয়ার ধারাবাহিক মিশাইল উৎক্ষেপণের সর্বশেষ পরীক্ষা চালানো…
জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহ জেলার সদর উপজেলায় আজ কৃষকদের মাঝে হারভেস্ট মেশিন বিতরণ করা হয়েছে। ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’র আওতায় ২৮ লাখ টাকা মূল্যের চারটি হারভেস্ট মেশিন ৫০ শতাংশ ভর্তুকীতে কৃষকদের দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের চারটি হারভেস্ট মেশিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনের সভাপত্বিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকতৃা জুনাইদ হাবীব প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা ডেস্ক: সরকারের কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় নাটোরে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে তিনটি কম্বাইন্ড হারভেস্টরের চাবি হস্তান্তর করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সীমিত ভূমির উৎপাদন বহুগুণে বেড়েছে। দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ করে কৃষিক্ষেত্রের বিভিন্ন উৎপাদন এখন বিদেশে রপ্তানী হচ্ছে। নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার রনী খাতুন সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল…
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে করোনাভাইরাসে ১৯ মাসের সর্বনিম্ন সংক্রমণ হার রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার এ যাবতকালের সর্বনিম্ন ০ দশমিক ২০ শতাংশ। তবে এ সময়ে একজনের মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। উল্লেখ্য, এর আগের সর্বনিম্ন ০ দশমিক ২৬ শতাংশ সংক্রমণ হার রেকর্ড হয়েছিল ২২ অক্টোবর। এ দিন ৩ জন আক্রান্ত চিহ্নিত হন। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, নগরীর সরকারি-বেসরকারি আট ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ২ হাজার ২০ জনের…
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষুধার কারণে আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে আট শিশুর মৃত্যু হয়েছে। খবর স্পুটনিক, এনডিটিভি’র। সোমবার রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। ৮ শিশুর মৃত্যুর সংবাদ স্পুটনিককে নিশ্চিত করেছেন কাবুলের সাবেক একজন আইন প্রণেতা হাজি মোহাম্মদ মোহাকেক। তিনি জানান, কাবুলের পশ্চিামাঞ্চল দেশটির সংখ্যালঘু শিয়া মতাবলম্বী হাজারা সম্প্রদায় অধ্যুষিত। যে শিশুরা মারা গেছে, তারা সবাই হাজারা সম্প্রদায়ের। স্পুটনিককে মোহাকেক বলেন, ‘তালেবান দেশের ক্ষমতা দখল করার পর দেশটির জনগণের জীবনমান পড়ে গেছে, দারিদ্র্য ও অভাব বেড়েছে; তবে সবচেয়ে বেশি কষ্টে আছে দেশের সংখ্যালঘুরা।’ গত ১৫ আগস্ট আফগানিস্তানের জাতীয় ক্ষমতা দখল করে তালেবানগোষ্ঠী, গঠন করে নুতন সরকার।…
জুমবাংলা ডেস্ক: তদন্ত করতে গিয়ে অনৈতিক সুবিধা দাবি করার বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকের তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বাসস’কে আদালতের আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, আগামী ৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় সশরীরে হাজির হয়ে হলফ আকারে বিষয়টি তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করায় তার বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া রিটকারীদের বিরুদ্ধে রুল শুনানি না হওয়া পর্যন্ত তদন্তকাজ বন্ধ রাখতেও নির্দেশ দেয়া…
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আরো একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে তা ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনো অগণতান্ত্রিক এবং চোরাগলি পথে। বিএনপি আরো একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর। এ দেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না।’ ওবায়দুল কাদের আজ সোমবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ‘আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মীমাংসিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্য আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয়। নির্বাচনে…
জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় আজ সোমবার তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত এবং আহত তিনজন আহত হযেছেন। মৃতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাদপুর গ্রামের কোরবান আলীর ছেলে শাহিন আলী (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে…
জুমবাংলা ডেস্ক: জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জানায়, ২৪ অক্টোবর আবেদনের শেষ সময়সীমা বেধে দিলেও তরুণদের আগ্রহের কারণে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। দেশকে ভালোবেসে নিজ সমাজের উন্নয়নে কাজ করে যাওয়া তরুণ সংগঠকদের পুরস্কৃত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অঙ্গ সংস্থা ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে প্রদান করছে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড। তরুণদের দেশ গঠনে উদ্বুদ্ধ করতে আয়োজিত পঞ্চমবারের মতো ফিরে এসেছে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড (জেবিওয়াইএ)। সিআরআই জানিয়েছে, এ পুরস্কারের জন্য ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া অনলাইনে…
স্পোর্টস ডেস্ক: এক সময় গতির ঝড়ে যেমন বিশ্বের সেরা ব্যাটারদের বুকে নিয়মিত কাঁপন ধরাতেন, এখন তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বনে যাওয়া নিজের জন্য অলিখিত নিয়ম বানিয়ে ফেলেছেন শোয়েব আখতার। হুটহাট মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম সরব রাখাতে বেশ পটু তিনি। গতকালই যেমন ভারতকে হারানোর পর আরেকবার আলোচনায় তিনি। দুবাইয়ে কোহলির দলকে ১০ উইকেটে উড়িয়ে দেয়ার পর ফেসবুকে শোয়েব খুঁজছিলেন হরভজন সিংকে। রাওয়ালপিন্ডি একপ্রেস নিজের এক ভিডিও শেয়ার করে সাবেক ভারতীয় অফস্পিনারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ভাজ্জি (হরভজন) এখন তুমি কই? ওয়াকওভার নেবে না তোমরা?’ হরভজন এই খোঁচা অবশ্য নিজের দোষেই খেয়েছেন। কিছুদিন আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হরভজন বলেছিলেন, ‘আমি শোয়েবকে বলেছি, আমাদের…