বিশ্বকাপে এর আগে ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ নির্ধারণ হত পয়েন্ট বিবেচনায়। সেই জন্য ফাইনালের আগেই বোঝা যেত কে বা কার হাতে উঠছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে এবার আর সে নিয়ম ছিল না। দ্বাদশ বিশ্বকাপে ছিল বিচারক প্যানেল। যেখানে ব্রডকাস্টার থেকে তিন জন, এক জন সাংবাদিক এবং আইসিসির একজন প্রতিনিধি ছিল। সব মিলিয়ে তাই ফাইনাল পর্যন্ত অপেক্ষা। সে জন্যই বোঝার উপায় নেই কে হচ্ছে ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’। অর্থাৎ কার হাতে উঠছে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। এক্ষেত্রে বাংলাদেশের সাকিব আল হাসান ছিলেন সবার আগে। ব্যাটিং গড় কিংবা নিঁখাত অলরাউন্ডারিং নৈপুণ্যতা দেখিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট…
Author: Zoombangla News Desk
ক্রিকেটে ম্যাচ টাই খুব কমই হয়। আইসিসির বর্তমান নিয়মে ম্যাচ যদি টাই হয় তাহলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। রবিবার আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের ফাইনাল ম্যাচে এমনই ঘটেছে। সুপার ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচে শুধু প্রথম ৫০ ওভারের খেলাতেই টাই হয়নি। সুপার ওভারেও টাই হয়। যার ফলে ম্যাচে যারা বাউন্ডারি বেশি মেরেছে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ম্যাচে ৫০ ওভারের খেলায় নিউজিল্যান্ড ১৪টি চার ও ২টি ছয় মারে। অন্যদিকে, ইংল্যান্ড ২২টি চার মারে ও ২টি ছক্কা হাঁকায়। এদিন লর্ডসে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪১ রান…
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের চলমান অভিযানে বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর বাংলা মার্কেট খ্যাত কোটারায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলি-গলিতে ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ। দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে। এর মধ্য থেকে ২৬৬ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থা। ইমিগ্রেশন প্রধান দাতুক…
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগ করল ক্রিকেটবিশ্ব। রবিবার লর্ডসে ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল স্বাগতিকরা। এর আগে তিনবার ফাইনালে উঠলেও ইংল্যান্ড শিরোপা জিততে পারেনি। চতুর্থবার ফাইনালে উঠে তারা শিরোপার দেখা পেল। অন্যদিকে, টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নিউজিল্যান্ডকে। এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ে যারা আলো ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় সাকিব আছেন তৃতীয় অবস্থানে। আর সেরা উইকেটশিকারি বোলারদের মধ্যে চতুর্থ অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান। এবারের বিশ্বকাপের সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারের তালিকা দেখে নেয়া…
উত্তেজনাকর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারায় ইংল্যান্ড। যদিও সুপার ওভারের পরের ম্যাচটা আবারো তাই হয়। কিন্তু পরে বেশ বাউন্ডারি মারার ভিত্তিতেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। আর আইসিসির এমন সিদ্ধান্তেই সমালোচনার শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে স্কট স্টাইরিস যে কিনা নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। তিনি একটা টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেন ,’ আইসিসি তুমি একটা জোক। এছাড়াও আইসিসির এমন কর্মকান্ডে প্রতিবাদ জানিয়েছেন গম্ভীর, ব্রেট লির মতো তারকারা। আরও পড়ুন: একটি কারণেই টুর্ণামেন্ট সেরার পুরষ্কার দেওয়া হলো না সাকিবকে আরও পড়ুন: ম্যান অফ দ্যা ফাইনাল হয়েও যাকে ক্রেডিট দিলেন স্টোকস আরও পড়ুন: ফাইনালের মাঠে কে এই স্বল্পবসনা নারী?
অনেক নাটকীয়তার জন্ম দিয়ে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। এমন রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর ফাইনাল আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। এই আসরটি টাকার অঙ্কে পুরস্কারের তুলনায় ছাপিয়ে গেছে অন্য আসরগুলোকেও। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে চলতি বিশ্বকাপেই দেওয়া হচ্ছে বড় অঙ্কের প্রাইজমানি। এই টুর্নামেন্টের বাজেট ১০ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড পেয়েছে চার মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ কোটি টাকা। রানার্স আপ দল নিউজিল্যনাড পেয়েছে দুই মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ১৭ কোটি টাকা। আরও পড়ুন: একটি কারণেই টুর্ণামেন্ট সেরার পুরষ্কার দেওয়া হলো না সাকিবকে বাংলাদেশের বিশ্বকাপ মিশন আশানুরুপ হয়নি। শুরুটা জয় দিয়ে হলেও শেষটা হয়েছে পাকিস্তানের সঙ্গে…
শেষ হল বিশ্বকাপ মিশন। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপ। সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ড। এদিকে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯ ইনিংসে ৫৭৮ রান করেছেন তিনি। যেখানে রয়েছে দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি। তবে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬০৬ রান করেছেন এবং বল হাতে ১১ উইকেট শিকার করেছেন সাকিব। কিন্তু এরপরেও সেরা খেলোয়াড় হতে পারলেন না সাকিব। সাকিব সেরা খেলোয়াড় নির্বাচিত না হওয়ায় বেশ অবাক হয়েছেন তারই স্বতীর্থ তামিম ইকবাল। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তামিম। উল্লেখ্য, এবারের…
স্টোকস আরো আগে আউট হয়ে গেলে হয়তো ম্যাচটা অনেক আগেই হেরে যেত ইংল্যান্ড। আর এই ম্যাচ জিতেই প্রেসের সামনে আসেন স্টোকস। আসতে যে হবেই, কেননা তাকে যে ঘোষণা করা হয়েছে ম্যান অফ দ্যা ফাইনাল। আর এই ম্যাচ জিতেই স্টোকস বলেন ,’ এটা আমার জন্য গর্বের বিষয় ছিলো। আমি পেরেরছি এটা করতে। আর এই জয়ের জন্য আমাদের দলের সবারেই ক্রেডিট ছিলো। শেষ ওভারে আর্চার অসাধারণ বল করেছে। এই জন্যই জিতেছি আমরা। আমাদের দলের সবাই আমাদের খুব ভালোই সাপোর্ট দিয়েছে।’ উল্লেখ্য যে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের দেখা পেল ইংল্যান্ড।
ছয় সপ্তাহের বিশ্বকাপ মহাযজ্ঞের পর্দা নেমেছে আজ ইংল্যান্ডের লর্ডসে। যেখান শ্বাসরুদ্ধকর এক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। এর আগে আরো তিনবার ফাইনাল খেললেও কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। ইংলিশদের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অলরাউন্ডার বেন স্টোকসের। পুরো আসর জুড়ে ভালো খেলার পর ফাইনালেও বাজিমাত করেছেন তিনি। ব্যাটিংয়ে তার সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলো তখন এক প্রান্ত আগলে রেখে ৯৮ বল থেকে খেলেন ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর সুপার ওভারেও তিন বল মোকাবেলা করে নেন ৮ রান। যে কারণে ম্যান অব দ্য ফাইনালও নির্বাচিত হয়েছেন স্টোকস। তবে ম্যাচ সেরার পুরস্কার…
চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ মাঠে নেমেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে নিউজিল্যান্ড। ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৪১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যার ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রান করে ইংল্যান্ড। ১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫ রান করে নিউজিল্যান্ড। কিন্তু বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থাকায় ম্যাচ জিতে যায় ইংল্যান্ড ও বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। এরই ফলে তৃতীয় স্বাগতিক দেশ হিসেবে শিরোপা জিতল তারা। এর আগে ২০১১ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ২০১১ বিশ্বকাপের শিরোপা…
১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া আর ১৯৯২ সালে পাকিস্তানের কাছে ফাইনালের ব্যর্থতা ভুলিয়ে দিলো ইংল্যান্ড। মাইক ব্রিয়ারলি, মাইক গ্যাটিং ও গ্রাহাম গুচদের আক্ষেপ ঘুচালেন এউইন মরগান। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর থেকে যে উত্থান, তারই পুরস্কার তারা পেলো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। দলকে শীর্ষ র্যাংকিংয়ে নেওয়া অধিনায়কের হাতেই উঠলো বিশ্বকাপ ট্রফি। সুপার ওভারে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বোল্টের ওভারে স্টোকস ও বাটলারের ব্যাটে ১৫ রান করে তারা। স্টোকস ও বাটলার একটি করে বাউন্ডারি মারেন। লক্ষ্যে নেমে জোফরা আর্চারের প্রথম দুই বলেই আসে ৯ রান। প্রথম বল ওয়াইডের পর নিশাম ৬ মারেন। তৃতীয় ও চতুর্থ বলে ২টি…
১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া আর ১৯৯২ সালে পাকিস্তানের কাছে ফাইনালের ব্যর্থতা ভুলিয়ে দিলো ইংল্যান্ড। মাইক ব্রিয়ারলি, মাইক গ্যাটিং ও গ্রাহাম গুচদের আক্ষেপ ঘুচালেন এউইন মরগান। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর থেকে যে উত্থান, তারই পুরস্কার তারা পেলো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। দলকে শীর্ষ র্যাংকিংয়ে নেওয়া অধিনায়কের হাতেই উঠলো বিশ্বকাপ ট্রফি। সুপার ওভারে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বোল্টের ওভারে স্টোকস ও বাটলারের ব্যাটে ১৫ রান করে তারা। স্টোকস ও বাটলার একটি করে বাউন্ডারি মারেন। লক্ষ্যে নেমে জোফরা আর্চারের প্রথম দুই বলেই আসে ৯ রান। প্রথম বল ওয়াইডের পর নিশাম ৬ মারেন। তৃতীয় ও চতুর্থ বলে ২টি…
মূল ম্যাচের নির্ধারিত ১০০ ওভারের খেলায় পিছিয়ে ছিলো না কেউই। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের করা ২৪১ রানের জবাবে, নিজেদের ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহও দাঁড়ায় ঠিক ২৪১ রানই। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাই হয় ফাইনাল ম্যাচ এবং শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ নেয়া হয় সুপার ওভারে। যেখানে মুনসিয়ানার পরিচয় দিয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। বাঁহাতি কিউই পেসার ট্রেন্ট বোল্টের ওভারে বাটলার ও স্টোকস মিলে করেছিলেন ১৫ রান। পরে ইংল্যান্ডের পক্ষে বল হাতে আসেন জোফরা আর্চার। সে ওভারের ৫ বলেই ১৩ রান করে ফেলেন নিশাম। শেষ বলে ১ রান নিতে সক্ষম হন গাপটিল। ফলে টাই হয় সুপার ওভারও। কিন্তু মূল ম্যাচে বেশি…
মূল ম্যাচের নির্ধারিত ১০০ ওভারের খেলায় পিছিয়ে ছিলো না কেউই। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের করা ২৪১ রানের জবাবে, নিজেদের ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহও দাঁড়ায় ঠিক ২৪১ রানই। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাই হয় ফাইনাল ম্যাচ এবং শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ নেয়া হয় সুপার ওভারে। যেখানে মুনসিয়ানার পরিচয় দিয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। বাঁহাতি কিউই পেসার ট্রেন্ট বোল্টের ওভারে বাটলার ও স্টোকস মিলে করেছিলেন ১৫ রান। পরে ইংল্যান্ডের পক্ষে বল হাতে আসেন জোফরা আর্চার। সে ওভারের ৫ বলেই ১৩ রান করে ফেলেন নিশাম। শেষ বলে ১ রান নিতে সক্ষম হন গাপটিল। ফলে টাই হয় সুপার ওভারও। কিন্তু মূল ম্যাচে…
শিরোপার স্বাদ কেমন, তা জানা ছিলো না দুই দলের কারোরই। এর আগে তিনবার ফাইনাল খেলেও ট্রফিতে চুমু খাওয়া হয়নি ইংল্যান্ডের। অন্যদিকে বিশ্বকাপের গত আসরে ঘরের মাঠে হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলেও, চ্যাম্পিয়ন হতে পারেনি নিউজিল্যান্ড। তাই লর্ডসের ফাইনালে জয়ী হতো যারা, তারাই পেতো প্রথমবারের মতো বিশ্বসেরা হওয়ার গৌরব। এ লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে অল্প পুঁজি নিয়েও দারুণ লড়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ৬ বার ৩০০+ রান করা ইংলিশদের মাত্র ২৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে কাঁপিয়ে দিয়েছে কেন উইলিয়ামসনের দল। তবে শেষ পর্যন্ত মূল ম্যাচে জেতেনি কোনো দল। শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ট্রেন্ট বোল্টের করা সে ওভার…
বিশ্বকাপ সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপ ফাইনালে আজকে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। আর এই ম্যাচে ব্যাট হাতে নেমেই রেকর্ড গড়েছেন কিউই তারকা। ম্যাচে মাত্র ২৯ রানের মাথায় গাপটিল আউট হলে ব্যাটিংয়ে নামেন উইলিয়ামসন। তিনি ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের হাল ধরেন। তবে আউট হন ৩০ রান করেই। এই ৩০ রান করার পথেই গড়েন রেকর্ড। এক বিশ্বকাপে কোন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন উইলিয়ামসন।
রবিবার স্থানীয় সময় সকাল পৌনে আটটায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ঊননব্বই বছর। ঢাকার একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে প্রাক্তন রাষ্ট্রপ্রধানের। এরশাদের মৃত্যুতে শোকার্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক শোকবার্তায় মমতা লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকাল পৌনে ৮টায় ঢাকার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৯ বছর ৷ আদতে কোচবিহারের বাসিন্দা মুহম্মদ এরশাদের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল।’ ‘প্রয়াত এরশাদ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের সংসদের বিরোধী দলনেতা ছিলেন ৷ তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে…
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে এক গৃহবধূকে ধ*র্ষণের অভিযোগে সেলিম হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে ধ*র্ষনের শিকার গৃহবধূ বাদি হয়ে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ঐ যুবককে আটক করে। আটককৃত যুবক সেলিম ঐ গ্রামের গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই মঙ্গলবার দুপুরে গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে যুবক সেলিম বাড়িতে ঢুকে গৃহবধূকে জিজ্ঞাসা করেন, মামী মামা কোথায় গেছেন। গৃহবধূ তার প্রশ্নের জবাবে সরল মনে বলে দেন বাড়িতে কেউ নেই। তখন সে বাড়ির ঘরে প্রবেশ করে গৃহবধূর হাতে পাঁচশ টাকা দিয়ে…
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে সংবাদ ছাপিয়েছে বিশ্বের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। দ্য ওয়াশিংটন পোস্ট, আল-জাজিরা, ভারতের এনডিটিভি ঘেঁটে জানা যায়, এরশাদের মৃত্যুর সংবাদ প্রকাশকালে তার বিতর্কিত রাজনৈতিক ভূমিকার ফিরিস্তি তুলে ধরেছে এসব পত্রিকা। দ্য ওয়াশিংটন পোস্ট তাদের সংবাদের শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’ তাদের সংবাদের প্রথম অংশেই বলা হয়, বাংলাদেশের সাবেক সেনানায়ক যিনি ১৯৮২ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন, তিনি ৮৯ বছর বয়সে মারা গেছেন। বেশ কিছুদিন ধরে এরশাদের ক্রমাবনতি হওয়া শারীরিক অবস্থার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশ শাসন করেছেন।…
১৯৮২ সালের ২৪ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ৯০ এর ৬ ডিসেম্বর গণআন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরশাদের সুসময়ে অনেকেই এরশাদের সঙ্গে ছিলেন। অনেকে দুঃসময়ে এরশাদের সঙ্গে থাকেননি, দল ত্যাগ করেছেন বা দল থেকে চলে গেছেন। কিন্তু শুরু থেকে এরশাদের মৃত্যুর দিন পর্যন্ত যে সমস্ত লোকেরা এরশাদের সঙ্গে ছিলেন, তাদের কয়েকজনকেই নিয়েই আজকের এই প্রতিবেদন- আনিসুল ইসলাম মাহমুদ হুসেইন মুহাম্মদ এরশাদ যখন জাতীয় পার্টি গঠন করেন তখন থেকেই আনিসুল ইসলাম মাহমুদ এরশাদের সহযোগী ছিলেন। নানারকম ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই পার করেছেন। কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ কখনো জাতীয় পার্টি থেকে অন্য কোথাও যাননি। এরশাদের জীবদ্দশায় জাতীয় পার্টি চারদফা ভাঙনের…
রবিবার সকালে না ফেরার দেশে চলে গেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মৃত্যুর পর তার কবর কোথায় হবে নিয়ে নিজের মত প্রকাশ করেছেন সাবেক স্ত্রী বিদিশা! এই অবস্থায় এরশাদের কবর নিয়ে মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী বিদিশা-ও। তিনি জানান, ‘স্যারকে রংপুরে সমাহিত করার ব্যাপারে রংপুরের প্রতিটি মানুষ একমত। আমিও তাদের অনুভূতির সাথে একমত পোষন করছি। আর যেহেতু পল্লী নিবাসটি স্যার এরিখ এরশাদকে দিয়ে গেছেন সেহেতু তাকে পল্লী নিবাসে সমাহিত করা হলে এরিখ সবচেয়ে সম্মানিত হবে। রংপুরের মানুষের অনুভূতিকে এরিখ সম্মান জানাবে।’ গত ২৬ জুন জ্ঞান হারিয়ে রাজধানীর সিএমইচএ চিকিৎধীন আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।…
গুজরাতের জুনাগড়ে এক মুসলিম পরিবারে তাঁর জন্ম ১৯৪৯-এর ৪ এপ্রিল। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তবে শৈশব সুমধুর ছিল না। মাত্র ১০ বছর বয়সে তিনি পিতৃহারা হয়েছিলেন। পরভিনের মডেলিং কেরিয়ারের শুরু ১৯৭২ সালে। পরের বছরই বড় পর্দায় ক্রিকেটার সেলিম দুরানির সঙ্গে স্ক্রিন শেয়ার। ছবির নাম ‘চরিত্র’। প্রথম ছবিতেই দর্শক-নজর কাড়েন নবাগতা পরভিন। ১৯৭৫-এ ব্লক বাস্টার ‘দিওয়ার’। যশ চোপড়ার এই কাল্ট মুভিতে বলিউডি নায়িকাদের ছক ভেঙে নতুন অবতারে ধরা দিয়েছিলেন পরভিন। সুরা-সিগারেটের সঙ্গে বিগ বি-র সঙ্গে ফ্লার্ট! বলিউডে নিজের জায়গা মজবুত করতে দেরি হয়নি পরভিনের। তিনি ছিলেন ফ্যাশনিস্তা। কেতাদুরস্ত হওয়াই ছিল তাঁর তুরুপের তাস। নতুন প্রজন্মের কাছে পরভিন ছিলেন ফ্যাশন…
চলে গেলেন এরশাদ। রেখে গেলেন কত স্মৃতি। অনেক আলোচনা-সমালোচনা পেরিয়ে এরশাদের রাজনৈতিক জীবনকে বাংলাদেশ অস্বীকার করতে পারবে না। তিনি স্বৈরশাষক হলেও পল্লীবন্ধু খেতাবও পেয়েছিলেন। জনগণ তাকে হুসেইন মুহম্মদ এরশাদ নামে চিনলেও পরিবারের সদস্যদের কাছে তিনি অন্য নামে পরিচিত ছিলেন। তাঁর বাবা-মা, ভাই-বোন, নিকটাত্মীয়রা তাঁকে ‘পেয়ারা’ নামে ডাকতেন। এরশাদের ভাই জি এম কাদের জানান, চার ভাই-পাঁচ বোনের মধ্যে হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন মেজো। সবার বড় বোনের নাম ছিল পেয়ারী। সেই নামের সাথে মিলিয়ে এরশাদের পরিবারিক নাম ছিল পেয়ারা। এটি তাঁর ডাকনাম। কাদের আরও জানান, বাবা মকবুল হোসেন পেশায় আইনজীবী ছিলেন। তিনি বাড়ি করেছিলেন কুচবিহারের দিনহাটায়। মা মজিরা খাতুন ছিলেন গৃহিণী। সে…
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। তার মৃত্যুর পর তার এলাকার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা দাবি জানিয়েছেন যে, এরশাদের দাফন যেনো হয় রংপুরে। রোববার (১৪ জুলাই) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত মানুষ জাপার জেলা কার্যালয়ে ভিড় করে এ দাবি করেন। তাদের একটাই বক্তব্য- রংপুরের সন্তান এরশাদকে নিজের বাড়ি পল্লী নিবাসেই দাফন করা হোক। এদিকে এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি এখন শূণ্য। তাই এখানে কাকে নির্বাচিত করা হবে এবং দল থেকে কে নির্বাচনে অংশ নিবেন তা নিয়ে চলছে কানাকানি। এ মূহুর্তে ভাই জি এম কাদের লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচন…