আন্তর্জাতিক ডেস্ক : দেশের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তৃতীয়বারের মতো নিজের বিয়ের তারিখ পিছিয়ে দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন। প্রথম দুবার করোনার কারণে হলেও, তৃতীয় বার পিছিয়ে গেল শীর্ষ সম্মেলনের কারণে। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর আগেই নিজের বিয়ের দিন নির্ধারণ করেছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন। কিন্তু আচমকাই সমগ্র বিশ্ব জুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায়, সেই নির্ধারিত দিন বদল করে পিছিয়ে দেন। কিন্তু তার পরেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দ্বিতীয় বারেও পিছিয়ে দেন নির্ধারিত দিন। কিন্তু দ্বিতীয়বার নির্ধারিত সেই দিনেই পড়ে যায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন। দেশের মানুষের কথা ভেবে এবারে আবারও তিনি বিয়ের দিন পিছিয়ে দিলেন। এই ঘটনার পর,…
Author: Saiful Islam
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, তার দেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। কারণ করোনা মহামারীতে মালয়েশিয়ার অর্থনীতি ধুঁকছে। এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর দেশগুলোর শীর্ষ নেতাদের এক টেলিকনফারেন্সে তিনি এই কথা বলেন। মিয়ানমার এই আঞ্চলিক জোটের সদস্য। দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে পরিকল্পিত নিধনযজ্ঞ চলছে। যে কারণে নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশেই আশ্রয় নিয়ে আছে সাড়ে ১১ লাখ রোহিঙ্গা। এক লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে মালয়েশিয়াতে। তবে সম্প্রতি রোহিঙ্গা বোঝাই নৌকাকে ভিড়তে দেয়নি মালয়েশিয়ার কর্তৃপক্ষ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে দ্রুত পুনর্বাসিত করার জন্য…
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ সিনেমা ‘দিল বেচারা’। আগামী ২৪ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই নায়কের শেষ সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার খবরে খুশি নন তার কিছু ভক্ত। তাদের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্মে নয়, সুশান্তের এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হবে। টুইটে ‘দিল বেচারা’র প্রেক্ষাগৃহে মুক্তির দাবিতে সরব হয়েছেন অনেকেই। কারো দাবি, দিল বেচারা থিয়েটারে মুক্তি দিতে হবে, অনলাইনে নয়। একবার অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেলে সেই সিনেমা কখনোই আর হলে ফেরে না। তাই আমরা এই সিনেমাটি অনলাইন মুক্তি বন্ধের দাবি জানাচ্ছি। সিনেমাটি ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের। আমরা এই সিনেমাটি ভারতবর্ষের সবচেয়ে…
জুমবাংলা ডেস্ক : ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। এরপর লাখ টাকা উত্তোলনকারী গ্রাহককে টার্গেট করে নাটকীয় কায়দায় মোটরবাইকে ছিনতাই করছে একটি চক্র। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চট্টগ্রামে ছয়জনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র-গুলি ও দুটি মোটর সাইকেল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৬ জুন নাসিরাবাদ এক্সিম ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিল কয়েকজন যুবক। এ সময় দুটি মোটরসাইকেল বার বার ব্যাংকের আশেপাশে ঘুরছিল। আবার ফুটপাত দিয়ে সাধারণ মানুষের বেশে হাঁটা চলাও করছিল তারা। মূলত ছদ্মবেশে বিভিন্ন ব্যাংকের সামনে ঘোরাফেরা করে সংঘবদ্ধ ডাকাত চক্রটি। এ সময় টার্গেট করা ব্যক্তিকে অনুসরণ করে তারা।…
আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই কয়েকদিন আগে নতুন মানচিত্র বিল পাস করে নেপালের পার্লামেন্ট। সেই উত্তেজনার রেশ না কটাতেই উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় সীমান্তে বর্ডার রোড বানাতে সেনা মোতায়েন করেছে নেপাল। দারচুলা-তিনকার মধ্যকার ওই সড়কটি মহাকালী করিডর নামেও পরিচিত। এ ঘটনা ভারতকে আরও চিন্তিত করে তুলেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যাতায়াতের সড়ক না থাকায় ওই এলাকার গ্রামীবাসীদের ভারতের সড়ক মাড়াতে হয়। ভারতের ওপর নির্ভরতা কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একবার এ সড়কটি হয়ে গেলে নেপালের সাধারণ মানুষের ভারতের ওপর নির্ভরতা কেবল কমবে তা নয়, দেশটির আর্মড-পুলিশও এলাকাটিতে বর্ডার পোস্ট বসাতে পারবে। একইসঙ্গে দিতে পারবে টহলও। অন্যদিকে তিনকারের…
জুমবাংলা ডেস্ক : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান ফেসবুকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তন প্রসঙ্গে আজ (শনিবার) একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসটি নিয়ে চিকিৎসকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এই স্ট্যাটাসের ভিত্তিতে বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে। স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘আমরা অবগত হয়েছি, প্রশাসনের উচ্চ পর্যায় থেকে স্বাস্থ্য অধিদপ্তরে সিএমএসডির মত আমলা পদায়নের পায়তারা করছে। আপনারা ইতিমধ্যেই গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা আর তাঁর সরকারকে অনেক বিব্রত করেছেন আপনাদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাবেন না, আর বেশী ধৃষ্টতা দেখাবেন না। এই ধরনের কোন পদক্ষেপ এদেশের চিকিৎসক সমাজ কোন ভাবেই মেনে নেবে না। যারা এই ষড়যন্ত্র…
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামীর মৃত্যুর একদিন পর বৃদ্ধা স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ভালুকাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের আ. হালিম (৭০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। এর একদিন না যেতেই শনিবার সকালে আত্মহত্যা করেছেন বৃদ্ধা স্ত্রী আম্বিয়া খাতুন (৬২)। সকালে আম্বিয়া খাতুনের নিজ বাড়ির বারান্দায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধা আম্বিয়া খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা জানান, ওই বৃদ্ধা আত্মহত্যা…
জুমবাংলা ডেস্ক : সংসদ টিভির চলমান ক্লাসগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপযোগী করে তোলার বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, টিভি ক্লাসগুলো মোবাইল ফোনসহ প্রযুক্তির বিভিন্ন মাধ্যমে প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী দোরগোড়ায় পৌঁছেছে। তবে এখনো ১০ ভাগ শিক্ষার্থীর কাছে সংসদ টিভির ক্লাসগুলো পৌঁছায়নি। কিন্তু এই দশ ভাগকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাব না। তাই ইতিমধ্যেই আমরা টোল ফ্রি মোবাইল সুবিধা দেব যা খুবই দ্রুত সেটা চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে সেই ১০ ভাগ শিক্ষার্থীও শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে পাঠের সুযোগ পাবে। শনিবার এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে প্রধান অতিথির…
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাস সারা বিশ্বে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। করোনা রুখতে প্রতিষেধক আর ওষুধ বানানোর চেষ্টায় দিন-রাত এক করে গবেষণা চালাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার বিজ্ঞানী। এই পরিস্থিতিতে কোন দেশ, কবে সম্পূর্ণ করোনা মুক্ত হবে তা হিসেব কষে জানিয়ে দিলেন একদল বিজ্ঞানী। করোনা আক্রান্ত আর এই ভাইরাসে মৃত ব্যক্তিদের নিয়ে সমীক্ষা চালিয়ে যে তথ্য মিলেছে তার ভিত্তিতে একটি গাণিতিক মডেল তৈরি করেছেন সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (Singapore University of Technology and Design) গবেষকরা। এই মডেল কাজে লাগিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোন দেশ, কবে সম্পূর্ণ করোনা মুক্ত…
আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে তিনটি অঞ্চলেই গেল তিনদিনে চীনা সেনাদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে দাবি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার । এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায় , পূর্ব লাদাখে সংঘাতের তিনটি ক্ষেত্র থেকে বেশ কিছু সেনা সরিয়ে নিয়েছে চীন। তবে তাদের নির্মাণ এবং আধা-স্থায়ী কাঠামোগুলো এখনও রয়েছে বলে জানানো হয়েছে। সেখানে এখনও বেশ কিছু চীনা সেনা অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয়েছে। গালওয়ান উপত্যকার পাশাপাশি গোগরা হট স্প্রিং এবং প্যাংগং লেকের কাছে ফিঙ্গার এরিয়াতেও চীনের সেনা কমিয়ে আনার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনা…
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। সেই শোকবার্তা নিচে হুবহু তুলে ধরা হলো: “কাজেমী ভাইয়ের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আজও (শুক্রবার) বিকেলে ভাবীর সঙ্গে কথা বলে জানলাম, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তিনি কথা বলছিলেন। পাঁচটার একটু বাদে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন। তিনি শুধু একজন নিপাট ভালো মানুষ ও দক্ষ কেন্দ্রীয় ব্যাংকারই ছিলেন না; ছিলেন একটি প্রতিষ্ঠান। কী গভীর ছিল তার বহুমাত্রিক জ্ঞানের ভাণ্ডার-…
জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন। শুক্রবার বিকেলে শৈলকুপার দুধসর ও চড়িয়ারবিল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের বাবর আলীর ছেলে হান্নান মিয়া (২৮) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের ফিরোজ বিশ্বাসের ছেলে সজিব হোসেন (১৯)। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক শৈলকুপা উপজেলার দুধসর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক হান্নান নিহত হন। আহত হয় আরও দুজন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বিকেলে…
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে ৯ দিনপর জানা গেল এমপি’র অনুষ্ঠান এবং পরের দিন অপর এক অনুষ্ঠানের মধ্যাহ্ণ ভোজে সহায়তাকারী বাসাইল উপজেলা কৃষি অফিসের পিয়ন মোঃ দুলাল হোসেন মিয়া (৫১) করোনা রোগী। গত ১৬ জুন (মঙ্গলবার) পিয়ন মোঃ দুলাল হোসেন মিয়া করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। তার করোনা আক্রান্তের বিষয়টি ২৬ জুন (শুক্রবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজুর রহমান নিশ্চিত করেন। গত বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে আয়োজিত স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) অনুষ্ঠানে করোনা আক্রান্ত দুলাল হোসেন উপস্থিত হয়ে কোরআন তেলাওয়াত ও কৃষকদের মাঝে সবজিবীজ বিতরণে…
জুমবাংলা ডেস্ক : চলতি মাসের শেষ দিনগুলোতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে মধ্য ও স্বল্প মেয়াদি বন্যা বিস্তৃত হতে পারে। অপরদিকে উত্তরাঞ্চলে দেখা দেয়া বন্যার অবনতি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর চরাঞ্চলে বন্যা দেয়া দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ২৫ জুন থেকে আগামী ১০ দিনের বন্যার পূর্বাভাসে জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী ১০ দিন বাড়তে পারে। ২৭ জুন নাগাদ ব্রহ্মপুত্র নদীর পানি কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে এবং ২৮-২৯ জুন…
বিনোদন ডেস্ক : শারীরিকভাবে আরো দুর্বল হয়ে পড়েছেন করোনা আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গত দুই দিন ধরে শারীরিক দুর্বলতা, ব্যথাসহ করোনার দু-একটি লক্ষণ আগের চেয়েও বেড়ে গিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এই কারনে মঙ্গলবার (২৩ জুন) তার করোনার দ্বিতীয় টেস্টটি করানো সম্ভব হয়নি। এদিকে শিল্পীর পারিবারিক সুত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতির কারনে দ্বিতীয় টেস্টটি এক সপ্তাহ পেছানো হয়েছে। এর আগে রোববার (২১ জুন) রাতে তিনি গণমাধ্যমে জানান, ‘আমি ১২ দিন আগে করোনার পরীক্ষা করাই। তখন সে রেজাল্টে পজেটিভ আসে। আরও দুদিন পর আবার টেস্ট করাবো। আশা করছি নেগেটিভ আসবে।’ প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এ শিল্পীর মামা। ১৪…
জুমবাংলা ডেস্ক : মাদ্রাসা পড়ুয়া ছেলে গোলাম রাব্বীকে (৮) করোনা সংক্রমণ থেকে বাঁচাতে শিকলে বেঁধে রেখেছেন তার মা শেফালী বেগম। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা ব্রিজ সংলগ্ন এলাকার চা দোকানে রাব্বীকে শিকলে বাঁধা অবস্থায় দেখা যায় শুক্রবার দুপুরে। রাব্বী ওই এলাকার রশিদ হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রাব্বী বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে সারা দিন ঘুরে রাতে বাড়ি ফেরে। করোনার মধ্যে সারাদিন বাইরে থাকায় রাব্বীর মা শেফালী বেগম ওইদিন রাতে তাকে শাসন করে। শুক্রবার সকালে রাব্বীকে দোকানে বসিয়ে তার পায়ে শিকলে বেঁধে তালা দেয় তার মা। রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাহিরে ঘোরাঘুরি…
আন্তর্জাতিক ডেস্ক : মক্কা নগরীর কাবা শরীফ সারা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় এবং পবিত্র একটি স্থান। হজের সময় ছাড়াও ওমরা করার সময় কাবা তাওয়াফ বাধ্যতামূলক। বিশ্বনবী মোহাম্মদ (স.)এর স্মৃতি বিজরিত এই স্থান হজ ওমরা ছাড়াও পরিদর্শনে যান বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। মক্কার কাবার তাওয়াফ একটি স্বতন্ত্র ইবাদত। কাবা শরীফে তাওয়াফের দৃশ্য মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের পরিচয় বহন করে। এদিকে কাবা তাওয়াফরত মানুষের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সৌদি আরবের ফ্রিল্যান্সার ফটোগ্রাফার আবদুল্লাহ আল সাথরি। হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের নবম আসরে মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পান সাথরি। আল সাথরি পবিত্র কাবার তাওয়াফরত মুসল্লিদের…
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে সুইডেনসহ ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে রয়েছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কতার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন সুইডিশ মহামারী বিশেষজ্ঞ অ্যান্ড্রাস টগনেল। এর আগে বৃহস্পতিবার( ২৫ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছিল বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এর মধ্যে জাতিসংঘভুক্ত ইউরোপীয় ইউনিয়নের ১১ টি দেশ রয়েছে। বিষয়টি নিয়ে ড. টেগনল সুইডিশ টিভিকে বলেন, এটি ছিল সম্পূর্ণ ভুল। সুইডেনে করোনা বৃদ্ধি পাচ্ছিল, এর কারণ টেস্ট বৃদ্ধি করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, ইইউ সদস্যভুক্ত দেশ সুইডেনে গত ১৪ দিনে লাখে ১৫৫ জন শনাক্ত দেখা যাচ্ছে। যা আমেরিকা ছাড়া ইউরোপ অঞ্চলের অন্য দেশগুলোর চেয়ে বেশি। বৃহস্পতিবার…
জুমবাংলা ডেস্ক : হঠাৎ ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ কমতে শুরু করেছে। প্রায় ৮০ হাজার কোটি থেকে কমে বর্তমানে তা ৬২ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে প্রচুর ঋণ পাচ্ছে বাংলাদেশ। এ কারণে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ না নিয়ে উল্টো পরিশোধ করছে সরকার। সে কারণে সরকারের ব্যাংক ঋণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী ২০১৯-২০ অর্থবছরের মে মাসের মাঝামাঝি সময়ে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। কিন্তু এরপর থেকেই কমতে শুরু করে। ৩১ মে ব্যাংক ঋণ কমে ৬৪ হাজার ২৯৬ কোটি টাকায় দাঁড়ায়।…
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় একশো বছর আগে, ব্রিটিশ সৈন্যদের গুলিতে নিহত এক মুসলিম নেতার জীবন নিয়ে একটি প্রস্তাবিত চলচ্চিত্রকে ঘিরে বিতর্ক বেঁধেছে দক্ষিণ ভারতের কেরালায়। ভারিয়ানকুন্নাথু কুঞ্জাহামেদ হাজী নামের ওই নেতা মালাবার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আর ব্রিটিশ শাসন উপেক্ষা করে প্রায় ছ’মাস নিজের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তাকে এতদিন বিদ্রোহী নেতা হিসাবেই মনে করেছেন ঐতিহাসিকরা। কিন্তু নতুন একটি সিনেমা তৈরির ঘোষণা হওয়া মাত্রই দক্ষিণপন্থী ঐতিহাসিকদের একাংশ বলছেন মি. কুঞ্জাহামেদ বিদ্রোহী কখনই ছিলেন না, তিনি ছিলেন লুটেরা এবং হিন্দু হত্যাকারী এক ব্যক্তি। ভারিয়ানকুন্নাথু কুঞ্জাহামেদকে নিয়ে ছবি অবশ্য এই প্রথম নয়। ১৯৮৮ সালে এক কোটিরও বেশি টাকা খরচ করে তৈরি হওয়া একটি সফল…
বিনোদন ডেস্ক : শুধু হলিউড কিংবা বলিউড তারকারাই যে আকাশচুম্বী দামের গাড়ি কিনবেন তা কেন? পরীমনি সরে এসেছেন তার পূর্ববর্তী বিএমডব্লিউ থেকে। তিনি এবার বাহন হিসেবে বেছে নিয়েছে ইটালির ঐতিহ্যবাহী গাড়ি নির্মাণকারী মাসেরাতির একটি গাড়ি। শুক্রবার রাতে তিনি ফেসবুকের ভক্তদের উদ্দেশ্যে গাড়ির সঙ্গে নিজের সেলফি পোস্ট করেন এবং অত্যন্ত রসজ্ঞ একটি ক্যাপশনও জুড়ে দেন। তিনি লিখেন, ‘নয়া প্রেমি, First Date #Maserati। মাত্র ১৪ ঘন্টায় ছবিটিতে প্রায় ৪০ হাজার মানুষ তাদের অনুভূতি রিয়াকশনের মাধ্যমে জানিয়েছে। কমেন্ট রয়েছে প্রায় চার হাজার। মাসেরাতি লেভান্তে নামের গাড়িটি ইতালির বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি মাসেরাতির ২০১৬ সালে মুক্তি পাওয়া একটি মডেল।
জুমবাংলা ডেস্ক : দুই ব্যবসায়ী যৌথভাবে ফেব্রিক্স ব্যবসা করেন পুরান ঢাকার হক মার্কেটে। গত মঙ্গলবার ব্যাংক থেকে ২৫ লাখ টাকা তোলেন ব্যবসায়ী মো. জুয়েল ইসলাম মিঠু। সেখান থেকে তিনি এক লাখ টাকা পাওয়াদারকে দেন। বাকি থাকে ২৪ লাখ টাকা। এই টাকাটা দোকানের টেবিলের নিচে রাখেন এই ব্যবসায়ী। এরপর জোহরের নামাজ পড়বেন বলে মিঠু তার ব্যবসায়িক পার্টনার মো. জাহিদুল ইসলাম রিপন ও দোকানের কর্মী ইমরানের জিম্মায় এই টাকাগুলো রেখে তিনি বাইরে যান। কিছুক্ষণ পরে দোকানকর্মী ইমরান মিঠুকে ফোন করে জানান রিপন তাকে চা আনার জন্য পাঠালে তিনি বাইরে যান এবং চা নিয়ে দোকানে এসে দেখেন দোকানে রিপন নাই এবং দোকানে রাখা…
জুমবাংলা ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকার জাহান ম্যানশন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জুমবাংলা ডেস্ক : রংপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির লকডাউন করা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নগদ ১২ লাখ টাকাসহ মালামাল চুরির ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন মোল্লা ও তার স্ত্রী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। মঙ্গলবার তাঁর বাড়িকে লকডাউন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তোফাজ্জল হোসেন ও স্ত্রীর অবস্থায় সংকটাপন্ন হলে তাদেরকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাতে তোফাজ্জল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই রাতেই তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি ফাঁকা পেয়ে চোর ঘরের আলমারী ভেঙে নগদ ১২ লাখ টাকা ও…