তুরস্কের মানিসা শহরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক অটিজমে আক্রান্ত ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে স্কুলের অধ্যক্ষ গলা ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, শিশুটি সিঁড়ি বেয়ে নামছিলো, তখন সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা অধ্যক্ষ তাকে ডেকে নেয় এবং হঠাৎ গলা ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন। এতে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসা না দিয়ে তাকে একা বাড়ি পাঠানো হয়। শিশুটির মা জানান, সন্তান ফিরে এসে হাত ও মাথায় ব্যথায় কুঁকড়ে ছিল এবং বলেছিল, অধ্যক্ষ তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির মা স্কুলে গিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে স্কুলে এবং আদালতে অভিযোগ দায়ের করেন। মা জানান, এর আগে থেকেও ওই শিক্ষক তার সন্তানের সঙ্গে খারাপ আচরণ করেছেন।
তুরস্কের অটিস্টিক সংহতি ও অধিকার সমিতি এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এই ঘটনার পর প্রশাসন অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং সামাজিক মাধ্যমে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি উঠেছে।
সূত্রঃ দ্যা ফ্রি প্রেস জার্নাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



