জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মনে করেন, ‘আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে ২০ বছর পর চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা হবে’।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদিকুর রহমান খান নামের এক ব্যক্তির একটি পোস্ট শেয়ার করে নিজের এ মন্তব্য জুড়ে দেন হাসনাত।
হাসনাত পোস্টটি শেয়ার করে নিজের মন্তব্যে বলেছেন, ‘কাজেই, এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো, আজ থেকে ২০ বছর পর আমাদের ৪০০০ সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা, কথাটা যেন আমরা মাথায় রাখি।’
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আওয়ামী লীগ যদি কখনো ক্ষমা চায়, জেনে রাইখেন, ওটা মানুষের ভালো করার জন্য ক্ষমা চাওয়া না। বরং মানুষকেও আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ক্ষমা চাওয়া। আওয়ামীলীগের প্রতিবার আগের চেয়ে পরের টার্মে নির্যাতন আর ধ্বংসের মাত্রা ছিল বেশি।
দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুক নিয়ে লঞ্চ হতে যাচ্ছে Vivo Y28s 5G স্মার্টফোন
মূল পোস্টদাতা সাদিকুর রহমান খান লিখেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে, এইসব কথার কোনো মানে নাই। ভুলের ক্ষমা হয়, অপরাধের কোনো ক্ষমা হয় না। অপরাধের হয় শাস্তি। আর যখন সেই অপরাধ একটা দল বারবার করতে থাকে, তখন সেই দলের ক্ষমা কেন, চোখের জলেও বিশ্বাস করার পরিস্থিতি থাকে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।