জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, আওয়ামী লীগের কর্মীদের আমরা পাহারা দিয়ে রেখেছি। তাদেরকে আর মাঠে নামতে দেওয়া যাবে না।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় শেরপুরে জেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক কর্মী সমাবেশ প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছি। আমার মিল কারখানায় কয়েকদফায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আমাকে নিঃশ্ব করা হয়েছে।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানকে দেশে আনতে হলে আমাদের সবাইকে সংশোধন হতে হবে। আমরা সংশোধন হওয়ার পরই আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন।
তিনি বলেন, শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করা হয়েছে এবং ছাত্রদের হত্যা করা হয়েছে। সেই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তারা কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাসভবনে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনের সঞ্চালনায় এবং সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।
সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মো. মেহেদী আলী খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ মহিলা সম্পাদক হামিদা খাতুনসহ জেলা বিএনপি এবং জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।