পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

nizam

জুমবাংলা ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিজাম উদ্দিন উপজেলার দিলপাশার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাটুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল শোক জানিয়েছেন।

nizam

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিনের বাড়ির সামনে মাছ চাষের পুকুর রয়েছে।

সেখানে রাতের বেলায় বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য বৈদ্যুতিক তার টাঙানো রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজাম উদ্দিন পুকুরে নেমে কাজ করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তিনি পুকুরের মধ্যেই মারা যান।

সোনাক্ষী-জাহিরের বিয়ে, বাবার মন্তব্য কী? জানা গেল সত্য

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজাম উদ্দিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত কর্মী হারালো। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।