জুমবাংলা ডেস্ক : এডিট করে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় বাদী হয়ে মামলাটি করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে কে বা কারা হেয়প্রতিপন্ন করতে এডিটিংয়ের মাধ্যমে মিথ্যা অশ্লীল ভিডিও তৈরি করে ডাবলু সরকারের সম্মানহানির চেষ্টা করছে। ওই অনলাইন পোর্টালে লেখা আছে, তিনি একজন নারীর সঙ্গে অশ্লীল কাজ করাকালে ভিডিওটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল হওয়ার কথা ওই অনলাইন পত্রিকায় লেখা থাকলেও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। অজ্ঞাতনামা কে বা কারা নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে মিথ্যা প্রচারণা করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী। তিনি বলেন, ‘ডাবলু সরকার একটি মামলা করেছেন। বিস্তারিত পরে বলা যাবে।’
ভিডিওটি এডিট করা বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার। তিনি বলেন, ‘ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার শরীরের ওপরের অংশটি আমার। আমি অনেক সময় শরীরচর্চার সময় খালি গায়ে থাকি। সেখান থেকে ভিডিও নিয়ে অন্য এক ব্যক্তির শরীরের নিচের অংশের সঙ্গে জোড়া দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি মামলা করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
এমন ভিডিওর বিষয়ে কিছুই জানেন না মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। শনিবার দুপুরে তিনি বলেন, ‘বিষয়টা আমি আপনার কাছেই প্রথম শুনলাম। আমাকে কেউ বলেনি। কাজেই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।’
https://inews2.zoombangla.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।